করোনার ভয়ে মুখ ঢেকেছে মাস্কে, ঠোঁটই যখন ঢাকা, উধাও লিপস্টিক !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক মাস্ট। তাই কমেছে লিপস্টিকের ব্যবহার। লোকসানের মুখে কসমেটিক্সের ব্যবসায়ীরা।
advertisement
1/5

করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক মাস্ট। তাই কমেছে লিপস্টিকের ব্যবহার। লোকসানের মুখে কসমেটিক্সের ব্যবসায়ীরা। ছোট্ট টিপ, সঙ্গে হালকা লিপস্টিক। চটজলদি সাজতে এর জুড়ি মেলা ভার। কিন্তু, করোনার জেরে এখন মুখ ঢেকেছে মাস্ক। অনেকটাই ফিকে হয়েছে লিপস্টিকের ব্যবহার। ক্ষতির মুখে কসমেটিক্সের ব্যবসায়ীরা। Representational Image
advertisement
2/5
করোনা সংক্রমণ থেকে বাঁচতে একের পর এক বিধিনিষেধ। মাস্কই এখন জীবনের অঙ্গ। তাই, মুখই যখন ঢাকা পড়ছে, তখন লিপস্টিক পরে হবে কী? Representational Image
advertisement
3/5
সামনেই পুজো। অন্যান্য বছর এই সময় কসমেটিক্সের দোকানে লিপস্টিকের বিক্রি থাকে তুঙ্গে। কিন্তু, করোনার আবহে এবার সব হিসেব গন্ডগোল। মাস্ক পড়েই যদি পুজো কাটাতে হয়, তাহলে লিপস্টিক পড়ে কী হবে। তাই নতুন লিপস্টিক কিনছেন না বেশিরভাগ ক্রেতাই। Representational Image
advertisement
4/5
কয়েক মাসের লকডাউনে ঘরবন্দি অবস্থা। দরকার ছাড়া এখন বাইরেও খুব একটা বেরনো হচ্ছে না। নেই অনুষ্ঠান বাড়ি-বেড়াতে যাওয়ার প্ল্যান। তার মধ্যে টিকটক বন্ধ হওয়ায় বাড়িতেও আর লিপস্টিক ব্যবহার হচ্ছে না। Representational Image
advertisement
5/5
মাস্কে ঢাকা পড়েছে লিপস্টিক। চাহিদা তলানিতে। লোকসানের মুখে অনেক কসমেটিক্স ব্যবসায়ীরা। জীবন পাল্টে দিয়েছে করোনা। তাই মাস্কের তলায় ঢেকেছে মুখ। রঙ হারিয়েছে ঠোঁট। Representational Image