Darjeeling Tourism: পাহাড়, নদী আর নির্জনতায় মোড়া, পুজোর ছুটিতে ঘুরে আসুন দার্জিলিঙের মানে ডারা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Tourism: পাহাড়ি সৌন্দর্য, সবুজ অরণ্যের আবহ আর নির্জনতার শান্তিতে ভরা এক অনন্য পর্যটনকেন্দ্র হলো মানে ডারা। দার্জিলিং জেলার সীমানায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
advertisement
1/5

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ি সৌন্দর্য, সবুজ অরণ্যের আবহ আর নির্জনতার শান্তিতে ভরা এক অনন্য পর্যটনকেন্দ্র হলো মানে ডারা। দার্জিলিং জেলার সীমানায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গা হতে পারে একেবারে উপযুক্ত।
advertisement
2/5
*নদীর ধারে অবস্থিত মানে ডারা প্রকৃতি যেন নিজ হাতে সাজানো। দূর পাহাড়ের সবুজ গালিচা, ঝরনার কলকল শব্দ আর ভোরের সূর্যের প্রথম কিরণ মিলিয়ে এই জায়গার পরিবেশ ভ্রমণকারীদের মন ভরিয়ে দেয়। পরিষ্কার দিনে সিঙ্গালিলা পাহাড়শ্রেণির অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। রাত নামলেই আকাশ ভরে ওঠে অসংখ্য তারায়, যা এই এলাকার সৌন্দর্যকে করে তোলে আরও মায়াময়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
*মানে ডারার কাছেই রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, যেখানে বিরল প্রাণী ও নানা প্রজাতির পাখি দেখার সুযোগ মেলে। পাহাড়ি গ্রামগুলোর সহজ-সরল জীবনযাত্রা ও সংস্কৃতিও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
*এনজেপি থেকে মানে ডারার দূরত্ব প্রায় ৭৪ কিলোমিটার, সময় লাগে গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা। ছোট গাড়ির ভাড়া প্রায় ৪৫০০ টাকা এবং বড় গাড়ির ভাড়া প্রায় ৫৫০০ টাকা। থাকার জন্য এখানে রিসর্ট ও হোমস্টে রয়েছে। টেন্টে থাকা-খাওয়া মিলিয়ে দৈনিক ভাড়া প্রায় ১৫০০ টাকা এবং কটেজে থাকার ক্ষেত্রে দৈনিক ভাড়া প্রায় ২০০০ টাকা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
*প্রকৃতির সঙ্গে নির্জনতা খুঁজে পাওয়ার জন্য মানে ডারা আজকের দিনে এক আদর্শ জায়গা। ভিড় থেকে দূরে, শান্ত পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চাইলে পুজোর ছুটিতে মানে ডারা হতে পারে আপনার সেরা ভ্রমণগন্তব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Tourism: পাহাড়, নদী আর নির্জনতায় মোড়া, পুজোর ছুটিতে ঘুরে আসুন দার্জিলিঙের মানে ডারা