Marigold: খুশকি কমবে, ত্বকের সমস্যাও গায়েব! চেনা ফুলের অজানা গুণ জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞরা জানালেন, গাঁদা ফুল কীভাবে রোগের সঙ্গে লড়াই করে।
advertisement
1/6

থোকায় গাঁদা ফুটে থাকতে দেখলেই মনে হয় শীত এসে গেছে। শীতের এই ফুল সৌন্দর্যের পাশাপাশি গুণেও সেরা। গাঁদা ফুল অনেক রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম। বিশেষজ্ঞরা জানালেন, গাঁদা ফুল কীভাবে রোগের সঙ্গে লড়াই করে। পাশাপাশি গাঁদা ফুল বিভিন্ন রোগ থেকে দেহকে প্রতিরক্ষা করে।
advertisement
2/6
আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় বলেন, গাঁদা গাছের ঔষধি গুণের কারণে আয়ুর্বেদে অনেক কাজেই এর ব্যবহার করা হয়। ত্বকের সমস্যায় মহৌষধের মতো কাজ করে গাঁদা। গাঁদা গাছের ঔষধি গুণের কারণে আয়ুর্বেদের অনেক কাজেই এর ব্যবহার করা হয়।
advertisement
3/6
যার মধ্যে প্রধানত চুল পড়া, খুশকি, মাথার ত্বকে ছত্রাক, দাদ, খোসপাঁচড়া, চুলকানি। ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় আরও জানালেন যে, গাঁদা ফুল দাদ, স্ক্যাবিস এবং চুলকানির ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর।
advertisement
4/6
গাঁদা ফুলে ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট-সহ আরও অনেক উপাদান পাওয়া যায়।
advertisement
5/6
এর জন্য গাঁদা ভাল করে পিষে দাদ, খোস-পাঁচড়া এবং চুলকানির জায়গায় লাগান। পাতার রস আঘাতের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করতেও ব্যবহার করা হয়। অনেকের ক্ষেত্রে রক্ত পরিশোধনের কাজেও এটি ব্যবহার করা হয়। ফুল পিষে মাথায় লাগালে চুল পড়া ও খুশকির সমস্যাও দূর হয়।
advertisement
6/6
অনেকের ক্ষেত্রে রক্ত পরিশোধনের কাজেও এটি ব্যবহার করা হয়। ফুল পিষে মাথায় লাগালে চুল পড়া ও খুশকির সমস্যাও দূর হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Marigold: খুশকি কমবে, ত্বকের সমস্যাও গায়েব! চেনা ফুলের অজানা গুণ জানলে অবাক হবেন