TRENDING:

Cooking Oil: শুধু সর্ষের তেল ও চেনা সাদা তেল? সুস্থ থাকতে এর বাইরেও আছে রকমারি তেল! জেনে নিন

Last Updated:
Cooking Oil: আরও কিছু স্বাস্থ্যকর তেল আছে৷ যেগুলি বেছে নিতে পারেন সুস্থ থাকার জন্য৷
advertisement
1/7
শুধু সর্ষের তেল ও চেনা সাদা তেল? সুস্থ থাকতে এর বাইরেও আছে রকমারি তেল! জেনে নিন
রান্নার তেল বলতে বাঙালি হেঁশেলে ধরা হয় সাধারণত সর্ষের তেল আর সাদা তেলকে৷ এছাড়াও আরও কিছু স্বাস্থ্যকর তেল আছে৷ যেগুলি বেছে নিতে পারেন সুস্থ থাকার জন্য৷ বলছেন পুষ্টিবিদ প্রিয়াঙ্কা রোহতাগি৷
advertisement
2/7
শপিং মলের দৌলতে এবং অনলাইন শপিংয়ের জোরে এই তেলগুলিও এখন আমাদের আয়ত্তের মধ্যেই৷ প্রথমেই মনে রাখুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কথা৷ অ্যান্টি অক্সিড্যান্ট উপাদানের জন্য হৃদযন্ত্রের সার্বিক স্বাস্থ্যের জন্য এই তেল উপকারী৷ ক্যানসারের আশঙ্কাও কম করে এই তেল৷
advertisement
3/7
গাছের ক্রস বিডিংয়ের মাধ্যমে উৎপন্ন হয় ক্যানোলা অয়েল৷ এই তেলের হাই মোনোস্যাচিওরেটেড ফ্যাট কনটেন্ট ও লো স্যাচিওরেটেড ফ্যাট কনটেন্টের জন্য এর স্বাস্থ্যকর গুণ অনেক বেশি৷
advertisement
4/7
অ্যাভোকাডো তেল স্বাস্থ্যকর ও সুস্বাদু৷ এই তেলে স্বাস্থ্যকর ফ্যাট প্রচুর আছে৷ রান্নার পাশাপাশি এই তেল দিতে পারেন স্যালাডেও৷
advertisement
5/7
সিসেম অয়েল বা তিল তেলের প্রচুর স্বাস্থ্যগুণ৷ এতে স্বাস্থ্যকর গুণ প্রচুর৷ কারণ এই তেলে আনস্যাচিওরেটেড ফ্যাট ও অ্যান্টি অক্সিড্যান্ট প্রচুর পরিমাণে আছে৷
advertisement
6/7
বৈশিষ্ট্যের দিক দিয়ে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ঠিক বিপরীতেই আছে লাইট অলিভ অয়েল ৷ বেকিং-সহ রান্নার নানা কাজে এই তেল ব্যবহার করা যায়৷ এর নিউট্রাল টেস্টের জন্য একে ‘লাইট’ বলা হয়৷
advertisement
7/7
তবে এক এক জনের শরীরে এক এক রকমভাবে কাজ করে বিভিন্ন ধরনের তেল৷ তাই ডায়েটে নতুন তেল যোগ করার আগে বা কুকিং মিডিয়াম পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেই মত পুষ্টিবিদদের৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Oil: শুধু সর্ষের তেল ও চেনা সাদা তেল? সুস্থ থাকতে এর বাইরেও আছে রকমারি তেল! জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল