Vastu tips for mango tree and mango plants: আপনার বাড়ির এই কোণে কি আমগাছ আছে? সংসারে উপচে পড়বে সুখসমৃদ্ধি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu tips for mango tree and mango plants:ভারতীয় সংস্কৃতির সঙ্গে আম এবং আমপাতা ওতপ্রোতভাবে জড়িত৷ আম, আমপাতা এবং আমের পাতা সবই খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে৷
advertisement
1/8

ভারতীয় সংস্কৃতির সঙ্গে আম এবং আমপাতা ওতপ্রোতভাবে জড়িত৷ আম, আমপাতা এবং আমের পাতা সবই খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে৷
advertisement
2/8
আমগাছ, আম এবং আমপাতাকে কীভাবে জীবনে শুভ ফললাভে কাজে লাগানো যায়, সে বিষয়ে নানা মত রয়েছে৷
advertisement
3/8
বাড়ির কিছু দূরে রোপন করুন পাঁচটি আমগাছ৷ নিয়মিত জল দিন ওই গাছগুলিতে৷ মনে করা হয়, এই রীতি পালন করলে বিবাহজনিত সব বাধা বিঘ্ন৷
advertisement
4/8
প্রতি শনিবার ১১ টি আমপাতা নিয়ে মালার মতো তোরণ তৈরি করে লাগিয়ে দিন দরজায়৷ সংসারে জন্য এই রীতি পালন করা খুবই শুভ বলে মনে করা হয়৷
advertisement
5/8
বাড়ির কোন দিকে আমগাছ রোপন করবেন, সে নিয়েও রয়েছে বাস্তু পরামর্শ৷ বিশেষজ্ঞরা বলেন, সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আমগাছ থাকা শ্রেয়৷ এতে সংসারের শুভ হয়৷ সংসারে সুখসমৃদ্ধি উপচে পড়ে৷
advertisement
6/8
বাড়ির প্রধান ফটকের কাছে আমগাছ না রাখাই বাঞ্ছনীয়৷ এতে পরিবারের সদস্যদের সাফল্য পেতে সমস্যা হয়৷
advertisement
7/8
প্রাচীন রীতি অনুযায়ী, আমগাছকে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়৷ তাই বাস্তু মতে আমগাছ রোপন করুন৷ আমপাতা কাজে লাগান৷ সংসারের শ্রীবৃদ্ধি হবেই৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for mango tree and mango plants: আপনার বাড়ির এই কোণে কি আমগাছ আছে? সংসারে উপচে পড়বে সুখসমৃদ্ধি