TRENDING:

Mango Infections: আমের এক ফোঁটা আঠায় হতে পারে দগদগে ঘা! কী করলে সারবে সবচেয়ে তাড়াতাড়ি? মোক্ষম ওষুধ বলে দিলেন চিকিৎসক

Last Updated:
Mango Infections: আম খেতে অনেকটা মিষ্টি এবং সুস্বাদু হলেও এই আমেরই একটি অংশ যা মানুষের শরীরের ক্ষতি করে। জানেন কি সেই অংশটাকে কি?
advertisement
1/5
আমের এক ফোঁটা আঠায় হতে পারে দগদগে ঘা! কী করলে সারবে সবচেয়ে তাড়াতাড়ি?
আম খেতে অনেকটা মিষ্টি এবং সুস্বাদু হলেও এই আমেরই একটি অংশ যা মানুষের শরীরের ক্ষতি করে। জানেন কি সেই অংশটাকে কি? যারা শুধু আম খান তারা হয়ত জানবেন না। কিন্তু যারা আম যোগান দেন এবং আম পেড়ে রোজগার করেন। তাদের কাছে এই বিষয়টি পরিচিত। আম ভাঙার সময় আম থেকে বেরিয়ে আসা দুধের মত দেখতে আমের সাদা কোষ প্রায়ই দেখে হবেন। সেই দুধের মত দেখতে আমের সাদা কোষ থেকে শরীরে ত্বকে হতে পারে ইনফেকশন।
advertisement
2/5
তবে অনেকেই না জেনে খালি গায়ে বা গেঞ্জি পড়ে গাছে চেপে আম ভাঙেন। আম ভাঙার সময় আম থেকে বেরিয়ে আসে দুধের মত দেখতে সাদা কোষ। সেই আমের কোষ অনেক সময় ছিটকে পড়ে আম ভাঙা শ্রমিকদের শরীরে লাগে। যার ফলে শরীরের ত্বকে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন লক্ষ্য করা যায়। এর ঔষধিক উপায় না জানাই শরীরে ত্বকের সমস্যা দেখা দেয় আম ভাঙা শ্রমিকদের।
advertisement
3/5
এক আম ভাঙা শ্রমিক অশ্বিনী মন্ডল জানান, "সারা বছর বিভিন্ন কাজ করি। তবে এই আমের মরসুমে আম ভাঙার‌ কাজ করতে হয়। আম ভাঙার সময় আম থেকে বেরিয়ে আসা সাদা কোষ গায়ে লাগে। গায়ে লাগার পর শরীরে জ্বালা হয়। ঝুঁকিপূর্ণ হলেও পেটের দায়ে কাজ করতে হচ্ছে।"
advertisement
4/5
তবে এর ঔষধিক উপায় রয়েছে। এই বিষয়ে মালদহের বাঙ্গিটোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক মিস্ত্রি জানান, "আমের এই কোষ খুব একটা ক্ষতিকারক না। তবে শরীরের ত্বকে পড়লে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হতে পারে। চিকিৎসকদের ভাষায় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন বলা হয়। এই ইনফেকশনটা খুব মারাত্মক হয় না যেকোন স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে গেলেই এর ওষুধ পাবেন। ইনফেকশন হলেও ওষুধ খাবার পর ৭ থেকে ৮ দিনে ঠিক হয়ে যায়। তবে শ্রমিকরা চাইলে আম ভাঙতে যাওয়ার আগে নিজেই শরীরে নারিকেল তেল, ভেসলিন বা তৈল দ্রব্য জিনিস লাগালে অনেক ক্ষেত্রে এটি থেকে রক্ষা পাওয়া যাবে।"
advertisement
5/5
মালদহ জেলা জুড়ে অধিকাংশ এলাকায় আমের চাষ হয়। মূলত আমের মরসুমে জেলার অধিকাংশ শ্রমিকরা আম ভাঙার কাজ করেন। আমের মরসুম শেষ হওয়ার পর কেউ নির্মাণ শ্রমিকের কাজ করেন আবার কেউ ভিন রাজ্যে পাড়ি দেন। তাই এই আমের মরসুমে কিছুটা হলেও বাড়িতে থেকেই রোজগার করার সুযোগ হয় তাদের। তবে এমন অবস্থায় ঔষধি উপায়ের পর এই আম ভাঙার কাজ করে কতটা ঝুঁকি এড়ান যায় শ্রমিকদের সেটাই দেখার। (তথ্য-জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango Infections: আমের এক ফোঁটা আঠায় হতে পারে দগদগে ঘা! কী করলে সারবে সবচেয়ে তাড়াতাড়ি? মোক্ষম ওষুধ বলে দিলেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল