TRENDING:

Jamaisasthi 2024: আর মাত্র ক'দিন বাদেই জামাইষষ্ঠী! জামাইদের পাতে শ্বশুর শাশুড়িরা আম-লিচু তুলে দিতে পারবেন তো?

Last Updated:
Jalpaiguri News: পঞ্চব্যাঞ্জন পদের সঙ্গে আম-লিচু-কাঁঠাল না থাকলে জামাই আদর ঠিক জমে না।
advertisement
1/6
আর মাত্র ক'দিন বাদেই জামাইষষ্ঠী! জামাইদের পাতে শ্বশুর শাশুড়িরা আম-লিচু তুলে দিতে পারবেন তো?
বঙ্গের বিখ্যাত আম কিংবা লিচু মানেই মালদা জেলার নাম সর্বাগ্রে। তবে এবার এখনও জলপাইগুড়ি জেলার বাজারে দেখা মেলেনি বঙ্গের লিচুর।
advertisement
2/6
বাজারে না পেয়ে বাধ্য হয়েই বিহারের লিচু কিনে ফিরতে হচ্ছে। বঙ্গ খানিক পিছিয়েই রইল এ বিষয়ে। দিন কয়েকবাদেই জামাইরা ধুতি পড়ে হাজির হবে শ্বশুরবাড়িতে। জামাই আদরে পাতে আম লিচু থাকবে না, তা হয় না।
advertisement
3/6
পঞ্চব্যাঞ্জন পদের সঙ্গে আম-লিচু-কাঁঠাল না থাকলে জামাই আদর ঠিক জমে না। তবে জামাইদের পাতে বাংলার লিচু পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন ।
advertisement
4/6
বাজার দাপিয়ে দেড়াচ্ছে ভিন রাজ্য তথা বিহারের লিচু। বিহারের লিচুও জনপ্রিয় হলেও বঙ্গের লিচুরই খোঁজ করছেন বহু ক্রেতা।
advertisement
5/6
সেই মালদার লিচু বাজারে না মিললেও বাজার ছেয়ে গিয়েছে বিহারের লিচুতে। এই লিচু কিনতেই ভিড় উপচে পড়ছে জেলার বিভিন্ন বাজারে। বাজারের আনাচে-কানাচে বিহারের লিচু উঁকি মারছে।‌
advertisement
6/6
ভিন রাজ্যের লিচু দিয়েই জামাইষষ্ঠী সারা হবে বলেই মনে করছেন অনেকে। বাজারে এই লিচুর দাম রয়েছে ১২০ টাকা কিলো।বিক্রিও হচ্ছে দেদার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jamaisasthi 2024: আর মাত্র ক'দিন বাদেই জামাইষষ্ঠী! জামাইদের পাতে শ্বশুর শাশুড়িরা আম-লিচু তুলে দিতে পারবেন তো?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল