Rose Water Beauty Tips: ৫-১০ টাকায় সৌন্দর্যের খাজানা আপনার মুঠোয়! দামি দামি গোলাপ জল না কিনে বানান বাড়িতেই
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Rose Water Beauty Tips: বহুকাল আগে থেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে গোলাপ জল। ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বক সুস্থ রাখতে এই জল কতটা উপকারী তা সকলেই জানেন।
advertisement
1/6

বহুকাল আগে থেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে নানা উপকরণ। তবে এই সকলের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে উপকরণ রয়েছে তা হল গোলাপ জল।
advertisement
2/6
ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বক সুস্থ রাখতে এই জল কতটা উপকারী তা সকলেই জানেন। এটি শরীরের ত্বকের ছিদ্রগুলি শক্ত করতে সেরা টোনার হিসাবেও কাজ করে।
advertisement
3/6
গৃহিণী মাধবী চৌধুরী জানান, বাজারে কিনতে পাওয়া গোলাপ জলের বিশুদ্ধতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে কয়েক মিনিট সময়েই বাড়ির মধ্যেই গোলাপ জল তৈরি করুন।
advertisement
4/6
৫০০ গ্রাম গোলাপের তাজা ফুল নিয়ে পাপড়িগুলি আলাদা করে নিতে হবে। এরপর একটি পাত্রে প্রায় ১ লিটার জল ফুটিয়ে নিতে হবে। তারমধ্যে পাপড়িগুলি দিতে হবে।
advertisement
5/6
তারপর পাত্রটি ঢেকে ভাল মতো ফুটতে দিতে হবে পাপড়িগুলিকে। এরপর জলের রঙ বদলে যাবে। ধীরে ধীরে এক লিটার থেকে জল আধ লিটার অবশিষ্ট থাকবে।
advertisement
6/6
তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। এবার একটি সুতির কাপড়ের সাহায্যে জলটি ফিল্টার করুন। এই জল বাজারে পাওয়া গোলাপ জলের থেকেও বেশি উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Water Beauty Tips: ৫-১০ টাকায় সৌন্দর্যের খাজানা আপনার মুঠোয়! দামি দামি গোলাপ জল না কিনে বানান বাড়িতেই