Mahalaya 2023: মহালয়ায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! তর্পণ কি করা যাবে? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahalaya 2023: মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। যাঁরা তর্পণ করেন, তাঁদের মনে সূর্যগ্রহণ সংক্রান্ত দ্বিধা এসেছে
advertisement
1/8

আগামিকাল, শনিবার এ বছরের মহালয়া। আবার এই দিনেই রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক যোগ এসেছে ১০০ বছরে।
advertisement
2/8
মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। যাঁরা তর্পণ করেন, তাঁদের মনে সূর্যগ্রহণ সংক্রান্ত দ্বিধা এসেছে।
advertisement
3/8
২৬ অগাস্ট রাত ৮.৩৪ মিনিটে শুরু হবে সূর্যের বলয়গ্রাস৷ এই গ্রহণ থাকবে রাত ২.২৫ মিনিট পর্যন্ত৷ তবে ভারতে এই মহাজাগতিক ঘটনা দৃশ্য নয়৷
advertisement
4/8
মহালয়ার দিন সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশ থেকে৷ ভারত থেকে এই মহাজাগতিক ঘটনা দৃশ্যমান নয়।
advertisement
5/8
জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠি জানাচ্ছেন মহালয়ার দিন সূর্যগ্রহণ নিছকই সমাপতন৷ একটি মহাজাগতিক ঘটনা৷ অন্যটি প্রচলিত সংস্কৃতি ও রীতিরেওয়াজ৷
advertisement
6/8
ভারত থেকে দৃশ্য নয় বলে মহালয়ার আচার আচরণ পালনেও অসুবিধে নেই বলেই মত জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠির৷
advertisement
7/8
এ বছর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল৷ দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর৷
advertisement
8/8
এ বছর প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ৫ মে৷ পরের চন্দ্রগ্রহণ হবে ২৯ অক্টোবর৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mahalaya 2023: মহালয়ায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! তর্পণ কি করা যাবে? জানুন বিশেষজ্ঞের মত