Mahalaya 2023: রাত পোহালেই মহালয়া! অমাবস্যা কত ক্ষণ থাকবে? তর্পণের আদর্শ মুহূর্তই বা কখন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahalaya 2023: এই তিথিতে পিতৃপক্ষের অবসানে তর্পণ করা হয় পরলোকগত পূর্বপুরুষের
advertisement
1/10

আগামিকাল, শনিবার মহালয়া। এদিন ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় করবেন তর্পণকারীরা।
advertisement
2/10
এই তিথিতে পিতৃপক্ষের অবসানে তর্পণ করা হয় পরলোকগত পূর্বপুরুষের৷ এই তিথির নানা ক্ষণ নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠি।
advertisement
3/10
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৩ অক্টোবর, শুক্রবার রাত ৯.৫২ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে৷
advertisement
4/10
অমাবস্যা থাকবে পরের দিন অর্থাৎ শনিবার রাত ১১.২৫ মিনিট পর্যন্ত৷
advertisement
5/10
গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী ১৩ অক্টোবর শুক্রবার রাত ৯.২৬ মিনিটে অমাবস্যা পড়বে৷
advertisement
6/10
এই পঞ্জিকা মতে অমাবস্যা তিথি থাকবে শনিবার রাত ১০.৪৯ মিনিট পর্যন্ত৷
advertisement
7/10
মহালয়ায় কুতুপ মুহূর্ত পড়েছে শনিবার সকাল ১১.০৯ থেকে ১১.৫৬ পর্যন্ত।
advertisement
8/10
রোহিনা মুহূর্ত থাকছে শনিবার ১১.৫৬ থেকে ১২.৪৩ পর্যন্ত। অপরাহ্ন কাল থাকছে ১২.৪৩ থেকে ৩.০৪ পর্যন্ত।
advertisement
9/10
কুতুপ এবং রোহিনা মুহূর্তকে তর্পণ সংক্রান্ত রীতি পালনের আদর্শ মুহূর্ত বলে ধরা হয়।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mahalaya 2023: রাত পোহালেই মহালয়া! অমাবস্যা কত ক্ষণ থাকবে? তর্পণের আদর্শ মুহূর্তই বা কখন? জানুন