Beauty Tips|| তেতাল্লিশেও তরতাজা লাস্যময়ী বিদ্যা বালন, কীভাবে শরীর-রূপের চর্চা করেন নায়িকা? রইল টিপস...
- Published by:Shubhagata Dey
Last Updated:
How Vidya Balan manages to look young: কীভাবে অভিনেত্রী তাঁর রূপ লাবণ্যকে ধরে রাখেন সেই রহস্য এতদিনে পরিষ্কার হল সবার সামনে।
advertisement
1/8

*ভারতীয় সিনেমার অন্যতম সম্পদ হলেন অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। হিন্দি, বাংলা দুই ভাষাতেই দাপটে অভিনয় করেছেন। মহিলানির্ভর চিত্রনাট্য নিয়ে ছবি করতে যেখানে ভয় পান পরিচালকরা, সেখানে বিদ্যা একাই নিজের কাঁধে তুলে ছবি টেনে নিয়ে গিয়েছেন। আর শুধু টেনে নিয়ে যাননি, তাঁর কল্যাণে বক্স অফিসে লক্ষ্মীলাভও কিছু কম হয়নি। যার প্রকৃষ্ট উদাহরণ হল দ্য ডার্টি পিকচার (The Dirty Picture) ও কাহানি (Kahaani)। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*ব্যাকরণ মানা সুন্দরী বিদ্যাকে দেখে বোঝাই যায়না যে তাঁর বয়স চল্লিশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বছর তিনেক আগেই। এখনও বিদ্যাকে মধ্য তিরিশ বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। কীভাবে অভিনেত্রী তাঁর রূপ লাবণ্যকে ধরে রাখেন সেই রহস্য এতদিনে পরিষ্কার হল সবার সামনে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*আর্দ্রতা বজায় রাখেন বিদ্যা: বিদ্যা যেখানেই যান না কেন, তাঁর ব্যাগে সব সময় একটি ময়েশ্চারাইজারের বোতল ও একটি হ্যান্ডক্রিম থাকে। সারা দিনে কাজের ফাঁকে ফাঁকে তিনি ময়েশ্চারাইজার ও হ্যান্ড ক্রিম ব্যবহার করতে থাকেন। এতে তাঁর মুখ ও হাত দুই আর্দ্র থাকে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*ব্যবহার করেন প্রাকৃতিক সাবান: সাবানে যে ক্ষার থাকে এবং সেটা যে ত্বকের ক্ষতি করে সেটা সবাই জানেন। একথা বিদ্যারও অজানা নয়। তবে তার মানে এই নয় যে সাবান তিনি ব্যবহার করেন না। বিদ্যা ব্যবহার করেন জুঁই ফুলের সাবান, যা একেবারেই প্রাকৃতিক। তার সঙ্গে ময়েশ্চারাইজারের ব্যবহার তো আছেই। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*ত্বক পরিষ্কার রাখা: মাস একবার বা দুই মাসে একবার অন্তত নিজের ত্বক ভালো করে পরিষ্কার করেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*ভালো ত্বকের মহামন্ত্র: কোনও প্রোডাক্ট নয়, এমনকী কোনও ঘরোয়া টোটকাও নয়, বিদ্যা বিশ্বাস করেন যে ভালো ত্বকের আসল রহস্য লুকিয়ে আছে ভালো ঘুম আর জল পানের উপর। রাত্রে যদি ঠিকঠাক ঘুম হয় এবং সারা দিনে যদি জলপানের রুটিন মেনে চলা যায় তাহলে ত্বক এমনিতেই ভালো থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*ত্বকের সমস্যায় অ্যালো ভেরা: যদি বিদ্যার ত্বকে ব্রন বা অ্যাকনের মতো সমস্যা দেখা দেয় তাহলে তিনি চোখ বন্ধ করে ভরসা রাখেন অ্যালো ভেরা জেলের উপর। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*চুলের যত্নে: সপ্তাহে এক বা দুইবার চুলে তেল মাসাজ করান তিনি। যেহেতু প্রাকৃতিক সম্পদে বিশ্বাস করেন নায়িকা তাই তিনি আয়ুর্বেদিক স্পা করান। প্রয়োজন মতো শ্যাম্পু করান তিনি। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips|| তেতাল্লিশেও তরতাজা লাস্যময়ী বিদ্যা বালন, কীভাবে শরীর-রূপের চর্চা করেন নায়িকা? রইল টিপস...