TRENDING:

Madhyamik 2025: মাধ্যমিকে ফল খারাপ হয়েছে? কঠিন সময়ে 'ঢাল' হয়ে দাঁড়ান সন্তানের, কীভাবে? জেনে নিন মনোবিদের পরামর্শ

Last Updated:
মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষাতেই যদি সন্তান ভাল ফল না করে সেক্ষেত্রে মুষড়ে পড়াটাই স্বাভাবিক।
advertisement
1/7
মাধ্যমিকে ফল খারাপ হয়েছে? কঠিন সময়ে 'ঢাল' হয়ে দাঁড়ান সন্তানের! রইল মনোবিদের পরামর্শ
মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষাতেই যদি সন্তান ভাল ফল না করে সেক্ষেত্রে মুষড়ে পড়াটাই স্বাভাবিক। যেকোনও পরীক্ষায় সাফল্য যেমন আসতে পারে তেমনই ব্যর্থতাও আসতেও। সাফল্যে যেমন আনন্দ স্বাভাবিক তেমনই ব্যর্থতায় আসতে পারে হতাশা। আর সেই হতাশা গ্রাস করতে পারে আপনার সন্তানকেও।
advertisement
2/7
এই অবস্থায় কী করবেন? কীভাবে পাশে থাকবেন আপনার সন্তানের?এই প্রসঙ্গে মনোবিদ ডাঃ শিব কুমার জানাচ্ছেন, অসফল হওয়া মানেই ব্যর্থ হওয়া নয় এই কথাটা সন্তানকে বোঝান। কারণ, যদি আপনি এই সময় সন্তানের পাশে না দাঁড়ান তাহলে তা জীবনে ক্ষতের মতন হয়ে দাঁড়াতে পারে। এর ফলে সন্তানের মিথ্যা কথা বলা, পরীক্ষায় নকল করা-সহ বদ অভ্যাস আয়ত্ত করে নিতে পারে।
advertisement
3/7
দেখে নেওয়া যাক এই কঠিন সময়ে কোন কোন উপায়ে সন্তানের পাশে দাঁড়াবেনপাশের বাড়ির পড়ুয়া দারুণ ফলাফল করেছে। তবে তুমি পারলে না কেন ? সন্তানকে কখনও এই প্রশ্ন করবেন না। বরং তাকে বোঝান, মাধ্যমিকের ফলাফলই জীবনের সব কিছু স্থির করতে পারে না। আজ হয়তো ফল খারাপ হয়েছে ঠিকই। পরে আরও চেষ্টা করলে ফলাফল নিশ্চয়ই ভালো হবে।
advertisement
4/7
পরীক্ষায় খারাপ ফল হওয়ায় সন্তান অনেক সময়েই কান্নাকাটি করতে পারে। কেঁদে যদি সে হালকা হতে পারে, তবে তাকে কাঁদতে দিন।সন্তানকে কখনই একা করে দেবেন না। ওকে বোঝান জীবনের সাফল্য হোক কিংবা ব্যর্থতা প্রতি মুহূর্তে আপনি ওর পাশেই আছেন।
advertisement
5/7
জীবনে সাফল্য এবং ব্যর্থতা দুইই থাকে। তাই তাকে মনোবল হারাতে দেবেন না। ইতিবাচক কথা বলে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলুন।
advertisement
6/7
সন্তানের মন চাঙ্গা করে তুলতে কিছু পরিকল্পনা করতে পারেন। আজ দুপুরে কিংবা রাতে তার পছন্দের কিছু রান্না করুন। প্রয়োজনে রেস্তরাঁয় খাওয়াতে নিয়ে যেতে পারেন। সন্তান ভালোবাসলে বাড়িতে একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন।
advertisement
7/7
এই কঠিন সময় 'ব্যর্থ' সন্তানকে বুকে আগলে রাখুন। তাতেই দেখবেন আজকের ব্যর্থতা আর আপনার পাশে থাকা থেকে শিক্ষা নিয়ে সে একদিন সফল হবেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Madhyamik 2025: মাধ্যমিকে ফল খারাপ হয়েছে? কঠিন সময়ে 'ঢাল' হয়ে দাঁড়ান সন্তানের, কীভাবে? জেনে নিন মনোবিদের পরামর্শ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল