How To Make Phulko Luchi: ফুলবে পুরো বেলুনের মতো! ময়দায় 'এটি' মেশালেই সুপারহিট! মিনিটে ধবধবে সাদা, ফুলকো লুচি রেডি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
How To Make Phulko Luchi: ফুলকো লুচি ছাড়া বাঙালি পুজো ভাবতেই পারে না। তবে অনেকেরই লুচি ফোলে না। জেনে নিন কী কী টোটকা মানলে লুচি ফুলবে (How To Make Phulko Luchi)। ময়দা মাখার সময় যদি তাতে এক চিমটে বেকিং সোডা দিয়ে দেন, তা হলে লুচি কিন্তু খুব ভাল ফুলবে।
advertisement
1/6

পুজোয় একদিন সকলের বাড়িতেই লুচি হয়। ফুলকো লুচি ছাড়া বাঙালি পুজো ভাবতেই পারে না। তবে অনেকেরই লুচি ফোলে না। জেনে নিন কী কী টোটকা মানলে লুচি ফুলবে।
advertisement
2/6
ময়দা মাখার সময় যদি তাতে এক চিমটে বেকিং সোডা দিয়ে দেন, তা হলে লুচি কিন্তু খুব ভাল ফুলবে। লুচি ভাজার সময় তেলের পরিমাণের বিষয়়ে সতর্ক হতে হবে।
advertisement
3/6
ময়দা মাখার সময় যদি টক দই মেশানো হয় তা, হলেও কিন্তু লুচি দারুণ ফোলে। ময়দা মাখার সময় তেল সামান্য গরম করে দেওয়াই ভাল।
advertisement
4/6
লুচি বানানোর সময় হাতে সামান্য সময় রাখতে হবে। আটা বা ময়দা মেখে সঙ্গে সঙ্গে লুচি বানিয়ে ফেলবেন না।
advertisement
5/6
ময়দার মণ্ডটি মেখে কিছুক্ষণ রেখে দিন। ৩০-৪০ মিনিট পরে লুচি ভাজুন। লুচি ফুলকো হবে। লুচি ভাজার সময় তেল ভাল করে গরম না হলে, কিন্তু লুচি ফোলে না।
advertisement
6/6
কড়াইয়ে লুচি ছাড়ার আগে তেল ভাল করে গরম হয়েছে কি না দেখুন। এইভাবে লুচি ভাজলে ফুলকো হতে বাধ্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Make Phulko Luchi: ফুলবে পুরো বেলুনের মতো! ময়দায় 'এটি' মেশালেই সুপারহিট! মিনিটে ধবধবে সাদা, ফুলকো লুচি রেডি