TRENDING:

Low Cost House: স্বপ্নের বাড়ি তৈরির জন্য টাকা নেই? কম খরচে তৈরি হবে বাড়ি! জানুন সহজ টিপস

Last Updated:
Low Cost House: কম খরচে বাড়ি তৈরি করতে হলে, আপনাকে কয়েকটি সহজ নিয়ম মানতে হবে! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/6
স্বপ্নের বাড়ি তৈরির জন্য টাকা নেই? কম খরচে তৈরি হবে বাড়ি! জানুন সহজ টিপস
নিজের একটা বাড়ির সকলের স্বপ্ন। কিন্তু চাইলেই তো আর বাড়ি তৈরি করা যায় না। বর্তমান দিনে বাড়ি তৈরি বেশ খরচ সাপেক্ষ। কিন্তু পরিকল্পনা ঠিকঠাক থাকলে কম খরচেও একটা স্বপ্নের বাড়ি তৈরি করা যায় তার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে, জানিয়েছেন প্রকৌশলী অরূপ চ্যাটার্জি।
advertisement
2/6
স্বপ্নের বাড়ি তৈরির জন্য টাকা নেই? কম খরচে তৈরি হবে বাড়ি! জানুন সহজ টিপস
তিনি বলছেন, কম খরচে একটা ভাল বাড়ি তৈরি করতে হলে হাতে যথেষ্ট ফান্ড রাখতে হবে। তার জন্য কয়েক বছর আগে থেকে আপনার সিভিল স্কোর মেইনটেইন করা শুরু করুন। তাহলে প্রি-অ্যাপ্রুভ হোম লোনের সুবিধা হবে। সেই হোম লোনে আপনাকে সুদ গুনতে হবে কম। বাড়ি তৈরির খরচ অনেকটা কম হবে।
advertisement
3/6
তিনি জানিয়েছেন, কম খরচে বাড়ি তৈরি করতে হলে, আপনাকে একজন দক্ষ ঠিকাদার নিয়োগ করতে হবে। দক্ষ একজন সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার বাড়ির প্ল্যান সবার আগে তৈরি করিয়ে নিতে হবে। তারপর ঠিকাদার আপনার প্ল্যান অনুযায়ী খরচ বলতে পারবেন। আপনার বাজেট অনুযায়ী কাটছাঁটও করতে পারবেন।
advertisement
4/6
তিনি জানিয়েছেন, কম খরচে বাড়ি তৈরি করতে চাইলে আপনার পরিচিতদের মধ্যে যারা বাড়ি তৈরি করছেন বা সদ্য করেছেন, তাদের সঙ্গে কথা বলুন। তাহলে তাদের খরচ সম্পর্কে জানতে পারবেন। বাড়ি তৈরির সামগ্রী কোথায় কমে পাওয়া যাবে, তা জানতে পারবেন। প্রয়োজনে কয়েক মাস আগে বাড়ি তৈরির সামগ্রী কমে পেলে কিনে রাখতে পারেন।
advertisement
5/6
এই প্রকৌশলী বলছে, বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে হিসাবের দিকে কড়া নজরদারি চালাতে হবে। বাড়ি তৈরির জন্য রাখা টাকা খুব প্রয়োজন ছাড়া অন্য খাতে খরচ করা যাবে না। বাজেট কম হলে বাড়িতে সাদামাটা ইন্টেরিয়র করার পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
6/6
একই সঙ্গে তিনি জানিয়েছেন, যে সমস্ত কারিগররা বাড়ি তৈরি করবেন, তাদের দক্ষতা সম্পর্কে আগে খোঁজখবর নিয়ে রাখা বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Low Cost House: স্বপ্নের বাড়ি তৈরির জন্য টাকা নেই? কম খরচে তৈরি হবে বাড়ি! জানুন সহজ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল