Chanakya Niti on Relationship: কমবে দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি...! সম্পর্কে বাড়বে উষ্ণতা! চাণক্যর 'এই' বেডরুম সিক্রেটে প্রেম জমে ক্ষীর
- Published by:Shubhagata Dey
Last Updated:
Chanakya Niti on Husband Wife Relationship: চাণক্যনীতিতে সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু মন্ত্রও দিয়েছেন আচার্য চাণক্য। এগুলোও সেই একই মন্ত্র। যেখানে তিনি দম্পতিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ৫ কাজ করার পরামর্শ দিয়েছেন।
advertisement
1/6

*চাণক্যনীতিতে সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু মন্ত্রও দিয়েছেন আচার্য চাণক্য। এগুলোও সেই একই মন্ত্র। যেখানে তিনি দম্পতিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ৫ কাজ করার পরামর্শ দিয়েছেন। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
advertisement
2/6
*স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খান। সম্ভব হলে দু'জনেরই উচিত নিজ হাত দিয়ে একে অপরকে খাইয়ে দেওয়া। এতে দুজনের মধ্যে প্রেম বাড়ে। একইসঙ্গে একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসও বাড়ে বলে মনে করা হয়। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
advertisement
3/6
*সঙ্গীর ইচ্ছাকে কখনওই উপেক্ষা করবেন না। এতে করে আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। তাই এমন ভুল না করার চেষ্টা করুন, বলছেন চাণক্য। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
advertisement
4/6
*স্বামী-স্ত্রীর উচিত একে অপরের সঙ্গে একটু কথা বলে তারপর ঘুমানো, কারণ তারা সারাদিন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। একে অপরকে এবং নিজেকে সময় দিতে পারেন না। তাই ঘুমাতে যাওয়ার আগে একে অপরের সঙ্গে একটু কথা বলুন অবশ্যই। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
advertisement
5/6
*স্ত্রী যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামীকে কোনও সমস্যার কথা বলেন, তাহলে স্বামীর সেই কথা মন দিয়ে শোনা উচিত। হতে পারে তিনি একটি বড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তিনি এটি কারও সাথে ভাগ করে নিতে পারছেন না। তাই স্বামীর ধর্ম তার সমস্যা শোনা এবং তা সমাধানে সাহায্য করা। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
advertisement
6/6
*বেডরুমে ঢুকে একবার স্বামী-স্ত্রীকে একে অপরকে অন্তত একবার আলিঙ্গন করুন। এতে একে অপেরের উষ্ণতা অনুভব করেন, সম্পর্ক গভীর হয়। এতে তাদের মধ্যে প্রেম বাড়ে। তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। ছবিঃ সংগৃহীত প্রতীকী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chanakya Niti on Relationship: কমবে দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি...! সম্পর্কে বাড়বে উষ্ণতা! চাণক্যর 'এই' বেডরুম সিক্রেটে প্রেম জমে ক্ষীর