Love Tips: ভালবাসায় মরচে ধরেছে? সম্পর্কে ট্যুইস্ট চাইলে করুন এই কাজ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Love Tips: ভালবাসা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন! আর পুরনো সম্পর্কে যদি ভালবাসা ফিরিয়ে আনতে চান, তাহলে এই টিপস আপনাকে জানতে হবেই
advertisement
1/6

দীর্ঘদিন সম্পর্কে থাকলে সেই ভালবাসায় কখনও মরচে পড়তে পারে। আর সেজন্য মরচে পড়া ভালবাসার মরচে ছাড়াতে বেছে নিন প্রেম দিবসকে। প্রেম দিবস সকলের জন্য।
advertisement
2/6
এই প্রেম দিবসে আপনি আপনার সঙ্গীকে সময় দিন। একদিনের জন্য দূরে থাকুন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক মাধ্যমগুলি থেকে। বদলে চ্যাটিং করুন বাড়ির মানুষের সঙ্গে।
advertisement
3/6
যদি প্রেম করে বিয়ে করে থাকেন, তাহলে এই প্রেম দিবসে সঙ্গীকে নিয়ে যান সেই পুরানো জায়গাগুলিতে। যেখানে গেলে আপনার মনে পড়ে যাবে পুরানো দিনের কথাগুলি।
advertisement
4/6
এছাড়াও কাজ থেকে বাড়ি ফেরার পথে সঙ্গীর জন্য একটা উপহার কিনে নিয়ে যেতে পারেন। তাঁর পছন্দের বই, ব্যাগ, পোশাক, চকোলেট। যা খুশি নিয়ে যেতে পারেন।
advertisement
5/6
পুরোনো দিনগুলির মত চিঠি লিখতে পারেন। চিঠি লিখে বাড়িতে রেখে বাইরে থেকে ফোন করে জানাতে পারেন চিঠিতে কি লেখা রয়েছে তার পড়ার জন্য।
advertisement
6/6
কাছের মানুষটিকে এক দিন অবাক করে তাঁর মনের পদ রেঁধে ফেলুন। রান্নার হাত ভাল নয় বলে সঙ্কোচবোধ করবেন না। এতে আপনার সঙ্গী খুশিই হবে।