TRENDING:

প্রেম জোয়ারে তো ভেসেছেন! মানুষ কেন প্রেমে পড়ে জানেন? যা বলছেন বিজ্ঞানীরা

Last Updated:
Love Secrets: প্রেম শুধু কবিতা, উপন্যাস ও পুরাণেই বর্ণিত হয়নি। বিজ্ঞানীদের কাছেও রয়েছে প্রেমের এক আশ্চর্য ব্যাখ্যা যা অবাক করবেই।
advertisement
1/14
প্রেম জোয়ারে তো ভেসেছেন! মানুষ কেন প্রেমে পড়ে জানেন? যা বলছেন বিজ্ঞানীরা
প্রেমের ফাঁদ পাতা ভুবনে। আর প্রেম এমনই এক 'জাল' যাতে কখন যে কে ধরা পরে বলা খুবই কঠিন। প্রেমের কোনও বয়স হয় না। কোনও বাঁধাই মানে না এই সম্পর্ক। প্রতীকী ছবি।
advertisement
2/14
এ এক এমন অনির্বচনীয় অনুভূতি যার অভিজ্ঞতা যে কোনও বয়সেই জীবনে এসে পড়তে পারে আচমকা। এক অদ্ভুত অনুভূতি যা কোনও না কোনও সময় কোনও না কোনওভাবে হুড়মুড়িয়ে এসে পরে মানুষের জীবনে। প্রতীকী ছবি। 
advertisement
3/14
প্রেম কখনও মানুষকে বদলে দেয়। আবার এর কারণেই মানুষ অনেক কঠিন কাজও সহজেই করে ফেলে। প্রেম মানুষকে গড়ে, আবার ভাঙেও। প্রেমের উন্মাদনায় প্রেমিক অসাধ্যকেও সাধ্য করে। আবার মৃত্যুর মতো কঠিন বিষয়কেও হার মানায় অনেক সময়।
advertisement
4/14
শুধু প্রেমের জন্যে ঘটেছে কত রক্তপাত-যুদ্ধ। ধ্বংস হয়েছে নগরী। আবার লেখা হয়েছে নয়া ইতিহাস। প্রতীকী ছবি। 
advertisement
5/14
তাই মানুষ কেন প্রেমে পড়ে, এই প্রশ্ন উঁকি দিতে পারে অনেকের মনে? পুরাণ ও সাহিত্যের ব্যাখ্যা বলছে, নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ থেকে আসে আসক্তি। আসক্তি থেকে আসে পূর্বরাগ। আর পূর্বরাগ হল প্রেমের প্রস্তুতি। প্রেম হল কামনা। একে অপরের প্রতি জেগে ওঠা দুর্নিবার বাসনাকে ভালোবাসা বলে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
advertisement
6/14
কিন্তু প্রেম শুধু কবিতা, উপন্যাস ও পুরাণেই বর্ণিত হয়নি। বিজ্ঞানীদের কাছেও রয়েছে প্রেমের এক আশ্চর্য ব্যাখ্যা যা অবাক করবেই। প্রতীকী ছবি। 
advertisement
7/14
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুসারে, মানুষের মস্তিষ্কে সেরাটোনিন নামক একটি উপাদানের প্রভাবে নারী ও পুরুষের একে অপরের প্রতি স্বভাবজাত কামনা তৈরি হয়। প্রতীকী ছবি। 
advertisement
8/14
তবে বিজ্ঞানীদের অন্য এক দল মনে করেন, কামনা জাগ্রত হয় সেক্স হরমোন টেস্টোসটেরন ও ইসট্রোজেনের মাধ্যমে। আকর্ষণ তৈরি হয় মস্তিষ্কের ডোপামিন ও নোরিপাইন এবং আসক্তি তৈরি হয় অক্সিটোসিন ও ভ্যাসোপ্রোসিনের মাধ্যমে। প্রতীকী ছবি। 
advertisement
9/14
জেনে নেয়া যাক মানুষ কেন প্রেমে পড়ে- সহানুভূতির খোঁজে: খারাপ সময়, বিপদের দিনে পাশে থেকে কেউ সহানুভূতি দেবে এমন আশায়ও প্রেম করে থাকে অনেকে। চোখ দেখেই মনের কথা বুঝে নেওয়ার নাম প্রেম। প্রেমের ভিতর একে অপরের প্রতি সহানুভূতি না থাকলে সেই প্রেম স্থায়ী হয় না। আর মানুষ অন্য মানুষের কাছ থেকে সবসময় সহানুভূতি পেতে চায়। প্রতীকী ছবি। 
advertisement
10/14
নিঃসঙ্গতা দূর করতে মানুষ একা থাকতে পারে না। চলার পথে প্রয়োজন হয় একজন সঙ্গীর। প্রেমের মাধ্যমে সঙ্গীর সঙ্গে খুনসুটির মধ্য দিয়ে মানুষ নিজের নিঃসঙ্গতা দূর করতে চায়। কারণ নিঃসঙ্গ অবস্থায় বড় একঘেয়ে লাগে। সেই কারণে অন্য মানুষের সংস্পর্শে এসে নিঃসঙ্গতা দূর করতে চায়। প্রতীকী ছবি। 
advertisement
11/14
নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপনের জন্য মানুষ প্রেম করে থাকে। প্রেমে আকৃষ্ট করার জন্য পুরুষ নিজের চেহারায় একটু পরিবর্তন আনতে চায়। আর নারীও নিজেকে আরও সুন্দর করে তোলে প্রেমের পরশে। একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানো অনেক সময় এই পরিবর্তন নিয়ে আসে। প্রতীকী ছবি। 
advertisement
12/14
সৃজনশীল চিন্তার জন্য অনেক মানুষ সৃজনশীল চিন্তা করার জন্য প্রেম করে থাকে। দেখা যায় নারী ও পুরুষ তাদের চিন্তার ক্ষেত্রে যোগসূত্র খুঁজে পেলে প্রেম করার সিদ্ধান্ত নেয়। একসঙ্গে দু’জন প্রকাশ করতে থাকে তাদের সৃজনশীল চিন্তাভাবনা। এতে পরস্পরের মধ্যে ভালোবাসা গভীর হয়। প্রতীকী ছবি।
advertisement
13/14
অনুভূতি প্রকাশ করতে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে চায় অন্যের কাছে। সেই কারণে অন্য কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। এতে ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, কষ্ট ভুলে থাকা যায়। মানুষ নিজের ক্ষুদ্র গণ্ডির ভেতর না থেকে একটু বড় পরিসরে অনুভূতি প্রকাশ করতে চায়। প্রেমের মাধ্যমে মানুষ সহজেই অপর মানুষের কাছে অনুভূতি প্রকাশ করতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
14/14
অনুভূতি প্রকাশ করতে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে চায় অন্যের কাছে। সেই কারণে অন্য কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। এতে ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, কষ্ট ভুলে থাকা যায়। মানুষ নিজের ক্ষুদ্র গণ্ডির ভেতর না থেকে একটু বড় পরিসরে অনুভূতি প্রকাশ করতে চায়। প্রেমের মাধ্যমে মানুষ সহজেই অপর মানুষের কাছে অনুভূতি প্রকাশ করতে পারে। প্রতীকী ছবি। 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রেম জোয়ারে তো ভেসেছেন! মানুষ কেন প্রেমে পড়ে জানেন? যা বলছেন বিজ্ঞানীরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল