TRENDING:

Relationship Tips: কোন বয়সের প্রেম কেমন জমে? এক জীবনে কত রকমের প্রেমের সাক্ষী হয়েছেন? মনোবিদের চমকদার তথ্য

Last Updated:
Types of Relationship: যে কোনও বয়সেই প্রেম জীবনে আসতে পারে। প্রেমে পড়ার অনুভূতি দারুণ,  এর স্বাদ না নিলেও যেন মন ভরে না।
advertisement
1/8
কোন বয়সে কেমন প্রেম জমে? এক জীবনে কত রকমের প্রেমের সাক্ষী হয়েছেন? চমকদার তথ্য
জীবনে কখনও কারও প্রেমে পড়েননি এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। যে কোনও বয়সেই প্রেম জীবনে আসতে পারে। প্রেমে পড়ার অনুভূতি দারুণ,  এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। মনোবিদ রঞ্জন দাস , জানান ভালবাসার তিনটি উপাদান হল- আবেগ, অন্তরঙ্গতা এবং সহানুভূতি৷ এই তিনটি উপাদানগুলিকে একসঙ্গে ৭ ভাগে ভাগ করা হয়েছে। যার ফলে ভালবাসার সাত রকম সংজ্ঞা আমরা পেয়ে থাকি ।(পিয়া গুপ্তা) 
advertisement
2/8
১. ভাললাগা: এমন কিছু মানুষ যার সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করতে চান। সমস্ত মুহূর্ত এক সঙ্গে কাটাতে চান। তাকে আপনার শুধুই ভালোলাগে। এই অনুভূতিকে কখনও ভালবাসা বলে ভেবে বসবেন না। তিনি আপনার খুব ভালবন্ধু হতে পারে, কিন্তু কাছের মানুষ নয়।
advertisement
3/8
২. মোহ: আপনি একটা মানুষকে রোজ দেখছেন তাকে বেশ ভালও লাগছে আপনার। তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। কিন্তু এটা শুধুমাত্রই মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভাললাগাও দূরে চলে যাবে। এখানে শুধুমাত্রই আবেগ কাজ করে। আবেগ ছাড়া আর কিছুই বর্তমান থাকে না।
advertisement
4/8
৩. প্রতিশ্রুতি: অনেক সময় দেখতে পাওয়া গেছে আপনি হয়ত কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। কিন্তু সেই মানুষটির প্রতি কোনও রকম যৌন আকর্ষণ অনুভবই করছেন না। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চাইছে না। তখন আপনি খালি প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক সময় বহু বছর প্রেম করার পরেও অনেকেই বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন বলে।
advertisement
5/8
৪) রোমান্টিক প্রেম: যে মানুষকে হয়ত আপনি কোনও প্রতিশ্রুতি দেননি। কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি। আবেগ যখন কোনও ভালবাসার মধ্যে থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়।এই সম্পর্ক সব সময় বেশি দূর না এগোলেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে।
advertisement
6/8
৫. ঘনিষ্ট প্রেম যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ট প্রেম বলা হয়ে থাকে। এই প্রেম সাধারণত কোনও বন্ধুর প্রতি অথবা যে কোনও মানুষের প্রতি হয় থাকে। যাকে আপনি অনেক দিন ধরেই চেনেন, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন এতোটা ঘনিষ্ট হয়ে গেছেন সেটাও বুঝতে পারেননি। এই প্রেম টেকার সম্ভাবনা থাকে অনেক বেশি।
advertisement
7/8
৬. অর্থহীন প্রেমদূর থেকে দেখার পর অনেক মানুষকেই বেশ ভাললাগে আমাদের। আমরা সেই মানুষটির পছন্দকে নিজের পছন্দ হিসেবে মেনে নিতে থাকি। হয়ত অনেক সময় সেই ভাললাগা বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কিন্তু তারপর সমস্ত ভাললাগার অবসান ঘটে যায়। কারণ মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে দেখেই তাকে আমরা বিচার করতে থাকি।
advertisement
8/8
৭. অনবদ্য প্রেম: অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি উপাদান যখন ভালবাসার মধ্যে মিলে মিশে যায় তখন একোটা অনবদ্য প্রেম পাই আমরা। এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যে রকম থাকে ঠিক সেই রকমই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস, ভরসা। যেই প্রেমিক যুগলের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারোর থাকে না। এই প্রেমই হয় সত্যিকারের প্রেম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: কোন বয়সের প্রেম কেমন জমে? এক জীবনে কত রকমের প্রেমের সাক্ষী হয়েছেন? মনোবিদের চমকদার তথ্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল