Lotus Flower in Home: ভারতের জাতীয় ফুল এবার আপনার ছাদেও! সহজে টিপসে বাড়ির টবে উপচে যাবে এত্ত পদ্ম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lotus Flower in Home: যে ফুল পুকুরে কিম্বা জলাশয়ে হয় সেই ফুল নাকি এবার হবে ছাদেই৷ হ্যাঁ যদি সহজ কিছু টিপস মেনে চলেন তাহলে আপনার বাড়ির ছাদের টবেও শোভা পেতে পারে দেশের জাতীয় ফুল৷
advertisement
1/10

পদ্ম দেশের জাতীয় ফুল৷ কিন্তু সেই ফুল কী বাগানে কিম্বা ছাদ বাগানে অসম্ভব৷ বললেই বলবেন কী ইয়ার্কি হচ্ছে৷ যে ফুল পুকুরে কিম্বা জলাশয়ে হয় সেই ফুল নাকি এবার হবে ছাদেই৷ হ্যাঁ যদি সহজ কিছু টিপস মেনে চলেন তাহলে আপনার বাড়ির ছাদের টবেও শোভা পেতে পারে দেশের জাতীয় ফুল৷
advertisement
2/10
বাড়ির ছাদে বা বারান্দায় পদ্ম ফোটাতে গেলে প্রথমেই সঠিক জায়গা বেছে নিতে হবে৷ এমন একটি জায়গা বাছুন যেখানে সকাল থেকে অন্তত দিনে ৩/৪ ঘণ্টা সরাসরি সূর্যের আলো আসে৷ যদি পদ্ম গাছটি প্লাস্টিকের গামলায় পোঁতেন তাহলে সরাসরি পুরো খোলা জায়গায় গাছ রাখার থেকে অন্তত অর্ধেরটা কোনও গাছের ছায়া পায় সেখানে রাখুন৷ যদি বড় গাছের ছায়া পাওয়া সম্ভব না হয় তাহলে সেটি বারান্দায় নেট দিয়ে অর্ধেকটা ঘিরে তার নিচে রাখুন ৷
advertisement
3/10
আসলে প্লাস্টিক যেহেতু খুব বেশি তাপ শোষণ করে তাই গরমকালে প্লাস্টিকের পাত্র খুবই গরম হয়ে যায় , ফলে গাছের গ্রোথ খুবই ক্ষতিগ্রস্ত হবে৷ তবে প্লাস্টিকের পাত্রে না রাখলে পদ্ম গাছ যতো বেশি রোদ পাবে তত ভাল হবে গাছের বৃদ্ধির জন্য৷
advertisement
4/10
মাটির টবে বা সেরামিকের পাত্রে পদ্ম ফোটানোর জন্য খোলা জায়গায় রাখতেই পারেন। প্লাস্টিকের টব খোলা জায়গায় রাখতে যদি বাধ্য হন তাহলে তার গায়ে চটের বস্তা কাদা মাটি মাখিয়ে গামলার গায়ে জড়িয়ে নিন তাহলে প্লাস্টিকের টব কম গরম হবে৷
advertisement
5/10
ফ্ল্যাটের বারান্দাতেও সুন্দর গাছ হয় এবং সেই গাছে ফুল ও হয়। যাঁরা বলেন পদ্ম সম্পূর্ণ আউটডোর প্ল্যান্ট হয় তারা ইচ্ছা করে ভুল বলেন বা না জেনে বলেন। তবে ফ্ল্যাটের বারান্দায় পদ্ম গাছ করতে হলে ভাল প্রজাতির চারা নিয়ে করাই ভাল।
advertisement
6/10
জল ছাড়াও পদ্ম গাছ হয় , ফুল ও দেয়। তাই যাঁরা ভাবেন পদ্ম গাছ করতে হলে পাত্রে জমা জল রাখতে হয় তাহলে তারা ভুল ভাবছেন৷ ভিজে মাটিতেও সুন্দর পদ্ম গাছ হয় , ফুল ও হয়। চন্দ্রমল্লিকা , গাঁদা , গোলাপ , জবা গাছ যেভাবে করেন সেইভাবেও পদ্ম গাছ করা যায় । কম সার দিয়ে বেস বানালে পরে মাসে দু-বার সঠিক পরিমাণে জৈব সার দিয়ে দিলে জল ছাড়াও পদ্ম গাছ করা সম্ভব।
advertisement
7/10
জল ছাড়া পদ্ম গাছ করলে রাসায়নিক সার দেওয়া যাবে না , প্লাস্টিক এর গামলায় করা যাবে না। বারো ইঞ্চি মাটির গ্লাস টবে করবেন।
advertisement
8/10
সবথেকে ভাল পদ্ম গাছ হয় যদি লেয়ার না করেন। ১:৮ এই অনুপাতে কম্পোস্ট আর মাটি মিশিয়ে ভাল করে জল দিয়ে মাখুন এরপর ওই মিশ্রণটি বেশ কয়েকদিন একভাবে রেখে দিন৷ তারপর সেই মাটিতে গাছ বসান। ফুল হবে সুন্দর৷
advertisement
9/10
তবে এই পদ্ধতিতে গাছ করলে মাসে দু-বার বাইরে থেকে গাছকে খাবার দিয়ে যেতে হবে। ছোট পাত্রে পদ্ম গাছ করলে রাসয়নিক সার যতটা সম্ভব এড়িয়ে চলুন। শুধু জৈব উপায়ে গাছ করলে গাছের খুব ভাল হয়৷ , ফুলের সংখ্যা বেশি হয় ভাল রঙ হয় ফুলের৷
advertisement
10/10
মাটির মিশ্রণটি যতটা সম্ভব ভাল করে মিশিয়ে নিন তাহলে নরম মাটি হবে৷ আর তাতে গাছ বসালে ভাল গাছ হবে না। আবার মিশ্রণটি বানানোর সময় জল বেশি হয়ে গিয়ে মাটি খুব নরম হয়ে গেলে কয়েকদিন রোদে রেখে খানিকটা জল শুকিয়ে নিয়ে মাটি খসখসে করে নিন , তারপর গাছ বসান ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lotus Flower in Home: ভারতের জাতীয় ফুল এবার আপনার ছাদেও! সহজে টিপসে বাড়ির টবে উপচে যাবে এত্ত পদ্ম