Home Decoration: ঠিকঠাক পর্দা টাঙালেই খুলে যায় যে কোনও সাধারণ ঘরের লুকস! শুধু জানতে হয় টিপস
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বাজারে নানা রঙ, নকশা ও কাপড়ের পর্দা থাকায় অনেক সময় কোনটা বেছে নেবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে ঘরের দেয়ালের রঙের সঙ্গে পর্দার মিল না হলে চোখে লাগে। তাই প্রথমেই ঘরের দেয়াল ও আসবাবের রঙ ভাল করে বুঝে নেওয়া প্রয়োজন।
advertisement
1/6

পর্দা শুধু জানালা বা দরজা ঢাকার উপকরণ নয়, ঘরের সৌন্দর্য বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিক পর্দা ঘরের সাজকে যেমন পরিপূর্ণ করে, তেমনই ভুল রঙ বা নকশার পর্দা গোটা সাজসজ্জার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। তাই পর্দা কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
advertisement
2/6
বাজারে নানা রঙ, নকশা ও কাপড়ের পর্দা থাকায় অনেক সময় কোনটা বেছে নেবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে ঘরের দেয়ালের রঙের সঙ্গে পর্দার মিল না হলে চোখে লাগে। তাই প্রথমেই ঘরের দেয়াল ও আসবাবের রঙ ভাল করে বুঝে নেওয়া প্রয়োজন।
advertisement
3/6
ইন্টেরিয়ার ডিজাইনার সাহিদ আলম জানান, ঘরের দেয়ালের রঙের সঙ্গে মিল রেখে পর্দা বেছে নিলে ঘর দেখতে আরও পরিপাটি লাগে। দেয়ালের মতো একই রঙের বা তার চেয়ে সামান্য গাঢ় রঙের পর্দা বেশ মানানসই হয়। এতে ঘরের মধ্যে এক ধরনের ভারসাম্য ও সৌন্দর্য বজায় থাকে।
advertisement
4/6
যাঁরা ঘরের সাজে আধুনিকতা ও গাম্ভীর্য আনতে চান, তারা হালকা রঙের লাইন, চেক কিংবা জ্যামিতিক নকশার পর্দা ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যাটার্ন ঘরকে স্মার্ট ও রুচিশীল লুক দেয়, আবার চোখেও বেশি চাপ ফেলে না।
advertisement
5/6
দেওয়ালের আকৃতি ও আলো-বাতাসের ওপর ভিত্তি করে রঙ নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে বাদামি, মেরুন, লালচে কমলা কিংবা চকোলেট রঙের প্রিন্টের পর্দা ঘরের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় এবং ঘরকে উষ্ণ অনুভূতি দেয়।
advertisement
6/6
বিশেষ করে বেডরুমের জন্য পর্দা বাছাইয়ের সময় আরাম ও গোপনীয়তাকে গুরুত্ব দিতে হবে। সুতি কাপড়ের কিছুটা ভারী পর্দা বেডরুমের জন্য উপযুক্ত। এতে যেমন বাতাস চলাচল সহজ হয়, তেমনি প্রয়োজনীয় ব্যক্তিগত পরিসরও বজায় থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Decoration: ঠিকঠাক পর্দা টাঙালেই খুলে যায় যে কোনও সাধারণ ঘরের লুকস! শুধু জানতে হয় টিপস