TRENDING:

Nearby Tourism : যে দিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ! একটা বেলা কাটান লাভারের সঙ্গে হাতে হাত দিয়ে এখানে! প্রেম আরও জমবে

Last Updated:
যতদূর নজর যাবে সবুজ আর সবুজ, দূরে সবুজ আর আকাশ মিশে এক হয়েছে, সবুজের ঢুকছি রে, বয়ে গেছে দামোদর নদী, হাওড়ার শেষ প্রান্ত, শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ এক নিমিষে মন হবে শান্ত
advertisement
1/5
যে দিকে তাকাবেন শুধু সবুজ! এখানে একটা বেলা কাটান লাভারের সঙ্গে! প্রেম আরও জমবে
স্নিগ্ধ বাতাস মনোরম পরিবেশ মানসিক শান্তি পেতে মানুষের ঢল! শীত কিংবা গ্রীষ্ম বিকেলে সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য মানুষের ঢল নামে নির্মল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। হাওড়া জেলার শেষ প্রান্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ।
advertisement
2/5
সবুজ চাষের জমি যতদূর নজর যাবে সবুজ আর সবুজ, সবুজের শেষে সাদা আকাশ নেমে মিশেছে চাষের জমিতে। এ এক অপরূপ দৃশ্য। উপরে আকাশ ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বাংলার বিখ্যাত নদী দামোদর।
advertisement
3/5
এটি কোনও পিকনিক স্পট নয়, তবুও হাওড়া জেলার বেশ কিছু স্থান ভীষণভাবে মানুষের মন আকৃষ্ট করে। সেখানেই তৃপ্তি মানসিক শান্তি পেতে ছুটে যায় মানুষ। তেমনি একটি স্থান হল হাওড়া উদয়নারায়নপুরের বকপোতা ব্রিজ।
advertisement
4/5
গত কয়েক বছর আগে ব্রিজ নির্মাণ হবার পর থেকেই স্থান জনপ্রিয় হয়ে ওঠে। উদয়নারায়নপুর মাধবীলতা কলেজ থেকে সামান্য দূরত্বে। এই গরমের সময় স্নিগ্ধ বাতাসের টানেই মানুষের ভিড় জমে এখানে। বিভিন্ন বয়সের মানুষ হাজির হয়। তবে সব থেকে বেশি যুবক-যুবতীদের ভিড়।
advertisement
5/5
মানুষের উপস্থিতি কেন্দ্র করে হাওড়া উদয়নারায়নপুর বক্তা ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন স্থানে বিভিন্ন অস্থায়ী মুখরোচক খাবারের পসরা বসে। প্রকৃতিকে যারা ভালোবাসেন, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nearby Tourism : যে দিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ! একটা বেলা কাটান লাভারের সঙ্গে হাতে হাত দিয়ে এখানে! প্রেম আরও জমবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল