Litchi High Prices: ১ আঁটি ১৩০-১৫০ টাকা! জামাইষষ্ঠীর আগে কি কমবে লিচুর দাম, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Litchi High Prices: এ বার অন্যান্য বছরের তুলনায় লিচুর ফলন কম৷ দামও বেশ চড়া৷
advertisement
1/7

গরমকালের অনেক কিছুই অসহনীয়৷ ভাল লাগার মধ্যে আছে ফলাহারে রসনাতৃপ্তি৷ এ সময় যেমন দহনজ্বালা থাকে, তেমনই সেই কষ্ট জুড়োতে বাজার আলো করে থাকে আম, লিচু, কাঁঠাল, তালশাঁসের মতো রসালো ফল৷ এর মধ্যে লিচু বাজারে থাকে বেশ কম সময়ের জন্য৷ এ বার অন্যান্য বছরের তুলনায় লিচুর ফলন কম৷ দামও বেশ চড়া৷
advertisement
2/7
বাজারে লিচু বিক্রি হয় আঁটি হিসেবে৷ এক আঁটি মানে ১ কেজি৷ থাকবে ৫০ টি লিচু৷ সঙ্গে আঁটিতে থাকবে একরাশ পাতা৷ সব মিলিয়ে ওজন হবে ১ কেজি৷ কলকাতা ও সংলগ্ন বাজারে এখন ১ আঁটি বা ১ কেজি লিচু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়৷
advertisement
3/7
কিন্তু লিচুর এই আকাল কেন এবার? কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়াকেই দুষছেন বিশেষজ্ঞ থেকে বিক্রেতারা৷ তাঁদের মতে লিচু ফলনের সহায়ক আবহাওয়া এ বার ছিল না৷ শীতকালে কম শীত পড়া, শীতকালীন বৃষ্টি কম হওয়ার কারণে লিচুর মুকুল ধরেছে কম৷
advertisement
4/7
কম শীতের দোসর হয়ে এসেছে তীব্র তাপপ্রবাহ৷ চৈত্রের শেষে অর্থাৎ এপ্রিলের শুরুতে তাপপ্রবাহের দহনজ্বালা প্রভাবিত করেছে লিচুর ফলন৷ এর জেরে কমে গিয়েছে দেশি এবং বোম্বাই-দু রকম লিচুর চাষই৷ বারুইপুর-সহ রাজ্যের যে সব এলাকা লিচুফলনের জন্য বিখ্যাত, সব জায়গাতেই লিচুর ফলন ব্যাপকহারে কম হয়েছে৷
advertisement
5/7
ফলন কম হওয়ার জেরে বাজারে লিচুর যোগান কম৷ তার জেরে হু হু করে বেড়েছে দাম৷ প্রতি বছর লিচু ওঠার মরশুমের শুরুতে খুচরো বাজারে এক আঁটির দাম থাকে ৮০ থেকে ১০০ টাকা৷ এ বার সেটা পৌঁছেছে ১৩০ থেকে ১৫০ টাকায়৷
advertisement
6/7
এমনকি, দৈনিক হিসেবে যোগান কম থাকলে দাম পৌঁছে যাচ্ছে ১৮০ টাকাতেও৷ বৃহস্পতিবার জামাইষষ্ঠী৷ এই তিথি তথা পার্বণে রকমারি পদের সঙ্গে মরশুমি ফল সাজিয়ে দিয়েও জামাইকে আপ্যায়ন করার রীতি৷ এ বছর দাম কমার তো কোনও লক্ষণই নেই৷
advertisement
7/7
বিক্রেতাদের মত, জামাইষষ্ঠীর আগে লিচুর দাম কমবে না৷ বরং বাড়তে পারে আরও৷ এক আঁটির দাম পৌঁছে যেতে পারে ২০০ টাকাতেও৷ তাই জামাই আপ্যায়নের আগে শ্বশুর শাশুড়ির স্বস্তি নেই৷ মধ্যবিত্তের কপালে কমছে না চিন্তার ভাঁজ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Litchi High Prices: ১ আঁটি ১৩০-১৫০ টাকা! জামাইষষ্ঠীর আগে কি কমবে লিচুর দাম, জেনে নিন