TRENDING:

Summer Hair Care: খাওয়ার সঙ্গে লিচু চুলেও মাখুন, চোখের নিমেষে বাড়বে জেল্লা ও কোমলতা

Last Updated:
Summer Hair Care: রসাল এই ফল রূপচর্চারও উপাদান৷ বিশেষ করে চুলের যত্নে লিচুর জবাব নেই৷ চুলের বহু সমস্যা দূর করে লিচুর মাস্ক৷
advertisement
1/5
খাওয়ার সঙ্গে লিচু চুলেও মাখুন, চোখের নিমেষে বাড়বে জেল্লা ও কোমলতা
সুস্বাদু ফল এবং তীব্র তাপ-দুইই হাত ধরাধরি করে চলে গরমে৷ গ্রীষ্মের ফলের মধ্যে অন্যতম লিচু৷ রসাল এই ফল রূপচর্চারও উপাদান৷ বিশেষ করে চুলের যত্নে লিচুর জবাব নেই৷ চুলের বহু সমস্যা দূর করে লিচুর মাস্ক৷
advertisement
2/5
৭-৮ টা লিচুর শাঁস আলাদা করে নিন৷ এর সঙ্গে মেশান ২ চামচ অ্যালোভেরা জেল৷ চুল ও স্ক্যাল্পে এই মিশ্রণ লাগান৷ তার পর মালিশ করুন ২ থেকে ৩ মিনিট৷ ১ ঘণ্টা রেখে দেওয়ার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন৷
advertisement
3/5
স্ক্যাল্প পরিষ্কার রেখে চুলের ক্ষতি মেরামত করে লিচু৷ পুষ্টির যোগান দিয়ে বাড়িয়ে তোলে চুলের ঘনত্ব৷ নতুন চুল জন্মাতে ও চুল লম্বা করতেও কার্যকর লিচুর মাস্ক৷
advertisement
4/5
চুলের গোড়া শক্ত করে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা রোধ করে লিচু৷ চুলের জন্য এই মাস্ককে স্বাভাবিক কন্ডিশনার বলে ধরে নেওয়া হয়৷
advertisement
5/5
চুলের শুষ্কতা দূর করে মোলায়েম রাখে লিচুর মাস্ক৷ একাধিক ভিটামিন-সহ নানা উপাদান ধরে রাখে চুলের জেল্লা ও স্বাভাবিক রং৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Hair Care: খাওয়ার সঙ্গে লিচু চুলেও মাখুন, চোখের নিমেষে বাড়বে জেল্লা ও কোমলতা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল