TRENDING:

Litchi Benefits and Side Effects: ডায়াবেটিসে লিচু কতটা ক্ষতিকর? কারা একদমই এই ফল খাবেন না? দিনের কোন সময় লিচু খাওয়া উপকারী? জানুন

Last Updated:
Litchi Benefits and Side Effects: লিচুতে জলীয় অংশই বেশি৷ এছাড়াও আছে প্রোটিন, কার্বস, শর্করা, ফাইবার এবং ফ্যাট৷ লিচুর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া দুই-ই প্রভাবিত করে আমাদের শরীর৷ বলেছেন পুষ্টিবিদ
advertisement
1/7
ডায়াবেটিসে লিচু খাওয়া যায়? কারা এটা খাবেনই না? লিচু খাওয়ার সেরা সময় কখন, জানুন
গরমকালের অন্যতম আকর্ষণ রসাল লিচু৷ মিষ্টি স্বাদের এই ফলের স্বাদে মুগ্ধ অগণিত৷ সরাসরি ফল হিসেবে তো বটেই৷ লিচু খাওয়া যায় জেলি, আইসক্রিম বা শরবতেও৷
advertisement
2/7
লিচুতে জলীয় অংশই বেশি৷ এছাড়াও আছে প্রোটিন, কার্বস, শর্করা, ফাইবার এবং ফ্যাট৷ লিচুর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া দুই-ই প্রভাবিত করে আমাদের শরীর৷ বলেছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
3/7
লিচুতে আছে স্বাস্থ্যকর মিনারেলস, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টস৷ খাদ্যগুণে কমে হৃদরোগ, ক্যানসারের আশঙ্কা৷
advertisement
4/7
লিচুর তামাজাতীয় উপাদান সাহায্য করে নতুন চুলের গজাতে৷ গ্লাইসেমিক ইনডেক্স কম বলে পরিমিত পরিমাণে খেলে ডায়াবেটিক রোগীদের জন্যেও সেটা নিরাপদ৷
advertisement
5/7
এত উপকারিতা সত্ত্বেও লিচুর পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখতে হবে৷ কিছু ক্ষেত্রে লিচু অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়৷ ত্বকে সংক্রমণ, ফুলে ওঠা থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত হতে পারে৷
advertisement
6/7
অতিরিক্ত লিচু খেলে হরমোনের ভারসাম্যের অভাব, জ্বর, রক্তক্ষরণ, সংক্রমণ, ইন্টারনাল ব্লিডিং-সহ নানা সংক্রমণ হতে পারে৷
advertisement
7/7
বিশেষজ্ঞদের মতে লিচু সব সময় জলখাবার বা দুপুরের খাবারের পর খাওয়া উচিত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Litchi Benefits and Side Effects: ডায়াবেটিসে লিচু কতটা ক্ষতিকর? কারা একদমই এই ফল খাবেন না? দিনের কোন সময় লিচু খাওয়া উপকারী? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল