TRENDING:

Foods To Avoid In Blender : ভুলেও এই সব খাবার ব্লেন্ডারে পিষতে যাবেন না, ঘটতে পারে বড় বিপদ! এক নজরে জানুন

Last Updated:
Foods To Avoid In Blender : মাত্রাতিরিক্ত ব্যবহারে মিক্সি বারবার খারাপ হতে থাকে। প্রতিবার নষ্ট হয়ে যাওয়ার পর সারিয়েও লাভ হয় না। বরং কিছু খাদ্যবস্তু মিক্সিতে বেটে ফেলার প্রবণতাই বন্ধ করে দিন।
advertisement
1/10
ভুলেও এই সব খাবার ব্লেন্ডারে পিষতে যাবেন না, ঘটতে পারে বড় বিপদ! এক নজরে জানুন
রান্না বা যে কোনও খাবার তৈরির পদ্ধতিকে সুগম করে মিক্সি বা ব্লেন্ডার। একাধিক জ্যুস বা বাটা অথবা গুঁড়ো করার জন্য মিক্সিতে পিষে নেয় সকলে।
advertisement
2/10
কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহারে মিক্সি বারবার খারাপ হতে থাকে। প্রতিবার নষ্ট হয়ে যাওয়ার পর সারিয়েও লাভ হয় না। বরং কিছু খাদ্যবস্তু মিক্সিতে বেটে ফেলার প্রবণতাই বন্ধ করে দিন।
advertisement
3/10
এখানে একটি তালিকা দেওয়া হল, যেই বস্তুগুলি মিক্সি বা ব্লেন্ডারে পিষে নেওয়া উচিত নয়, দেখে নিন সেগুলি কী কী-
advertisement
4/10
গরম তরল- গরম তরল ব্লেন্ডারে পিষলে অতিরিক্ত চাপ তৈরি হয় ব্লেন্ডারে। মিক্সির ঢাকনা খোলা রেখে দিলে তরলের বিস্ফোরণ ঘটে যেতে পারে।
advertisement
5/10
বরফের কিউব- খুব বেশি বরফের কিউব ব্লেন্ডারে ফেলে দিলে মিক্সারের ব্লেড বা মোটরে চাপ পড়তে পারে। তাতে যন্ত্র নষ্ট হয় এবং ব্লেডের ধার কমে যায়।
advertisement
6/10
ফাইবার জাতীয় সব্জি- ফাইবার জাতীয় যে কোনও খাবার, যেমন কেল বা সেলারি গোছের জিনিস ব্লেন্ডারে পিষতে গেলে ব্লেন্ডার খারাপ হতে পারে।
advertisement
7/10
গোটা মশলা- গোটা মশলার বড় বড় পিস ব্লেন্ডারে পিষলে সেগুলি ব্লেডে অতিরিক্ত চাপ দেয়। তাতে ব্লেডের ধার কমে যেতে থাকে।
advertisement
8/10
বীজ বা ফলের বিচি- এপ্রিকট, অ্যাভোকাডোর মতো ফলগুলি ব্লেন্ডারে দেওয়ার আগে বিচি বা বীজগুলি বার করে নিন। নয়তো বিচি বা বীজের জন্য ব্লেডের ধার কমে যাবে।
advertisement
9/10
শুকনো শস্য- শক্ত ও শুকনো শস্যদানা, যেমন চাল বা পপকর্ন পিষলে ব্লেন্ডারের ব্লেডগুলির ধার কমে যায়।
advertisement
10/10
প্রসেস করা চিজ- এই ধরনের চিজ খুবই শক্ত হয়। মিক্সিতে পিষলে সেগুলি ব্লেডগুলিতে লেগে থাকে, যার ফলে ধীরে ধীরে ধার কমতে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Foods To Avoid In Blender : ভুলেও এই সব খাবার ব্লেন্ডারে পিষতে যাবেন না, ঘটতে পারে বড় বিপদ! এক নজরে জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল