Lip Care Tips: ঠোঁট কালো হয়ে গিয়েছে? লিপস্টিক দিয়ে না ঢেকে সহজ ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন ঠোঁটের গোলাপি আভা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Lip Care Tips: গোলাপি মসৃণ ঠোঁট সকলেই চান। তবে অনেকেরই ঠোঁটের অংশে কালো ছোপ তৈরি হয়। সেক্ষেত্রে হালকা রঙের লিপস্টিক পড়লে সেই দাগ যেন প্রকট হয়ে ওঠে। কেবল মেয়েরাই নন, পুরুষদেরও একই সমস্যায় ভুগতে হয়।
advertisement
1/5

কালচে ভাব দূর করতেই নয় ঠোঁটের কোমলতা বজায় রাখতেও মধু ভীষণ উপকারী। ঘুমোনোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারা রাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে।
advertisement
2/5
বিউটিসিয়ান দেবারতী সরকার জানান, "যেকোনও দাগে নিয়মিত বরফ ঘষলে সেই দাগ হালকা হয়ে যায়। প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। পাশাপাশি দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন। কয়েকদিনেই ফিরে পাবেন ঠোঁটের হারিয়ে যাওয়া গোলাপি আভা।"
advertisement
3/5
ঠোঁটের অংশ কালো হয়ে এলে নারকেল তেলেরও গুণ কিছু কম নয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ গায়েব হবে কিছু দিনেই। কালো ছোপ নিয়ে নিশ্চিত হবেন আপনি।
advertisement
4/5
লেবুর রস খুব ভাল ব্লিচিং উপাদান। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভাল করে ম্যাসাজ করলে কালচে ভাব দূর হবে খুব সহজেই।
advertisement
5/5
চিনি দিয়ে স্ক্রাব করলে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও দূর হয়। ২ চামচ চিনি ও ৩ চামচ মাখন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সপ্তাহে দুবার এই পেস্ট দিয়ে ঠোঁট স্ক্রাব করলে মিলবে উপকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lip Care Tips: ঠোঁট কালো হয়ে গিয়েছে? লিপস্টিক দিয়ে না ঢেকে সহজ ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন ঠোঁটের গোলাপি আভা