Parenting Tips: বুদ্ধিতে বৃহস্পতি, স্মৃতিশক্তি হবে তুখোড়, লাইট হাউস পেরেন্টিং পদ্ধতিতে সন্তান ফার্স্ট হবেই, ৭ দিনেই চমকে যাবেন গ্যারান্টি...!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Lighthouses Parenting Tips: সমুদ্রের মাঝে নাবিকরা পথ হারালে লাইট হাউস যেমন পথ দেখায়। ঠিক তেমবি লাইট হাউস পেরেন্টিং হল, বাতিঘরের মতো সর্বদা সন্তানকে পথনির্দেশ করা। যেখানে বাবা-মায়েরা সব সময়ে সন্তানের পাশে থাকবেন, তবে তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না।
advertisement
1/6

সন্তানকে ছোট থেকে সঠিক উপায়ে বেড়ে তুলতে বিভিন্ন সময়ে অনেক অভিভাবক দিশেহারা হয়ে পড়েন। এক্ষেত্রে আপনার সন্তানকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে লাইট হাউস পেরেন্টিং পদ্ধতি।
advertisement
2/6
সমুদ্রের মাঝে নাবিকরা পথ হারালে লাইট হাউস যেমন পথ দেখায়। ঠিক তেমনি লাইট হাউস পেরেন্টিং হল, বাতিঘরের মতো সর্বদা সন্তানকে পথনির্দেশ করা। যেখানে বাবা-মায়েরা সব সময়ে সন্তানের পাশে থাকবেন, তবে তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না।
advertisement
3/6
মনোবিদ নিলাঞ্জনা পান জানান, পেরেন্টিং কনসালট্যান্ট এর মূল মন্ত্র ভারসাম্য। এই পদ্ধতিতে অতিরিক্ত নজরদারি যেমন নয়, তেমনই শিশু সমস্যায় পড়লে বাবা-মা তাকে দিশা দেখাবেন বা আগাম বিপদ সম্পর্কে সচেতন করবেন।
advertisement
4/6
বর্তমানে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে লাইট হাউস পেরেন্টিং। এতে শিশুরা একদিকে যেমন তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে, অপরদিকে সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ পায়।
advertisement
5/6
তবে সন্তানের প্রতিটি পদক্ষেপে তীক্ষ্ম নজরদারি চালানো উচিত নয়। যা অনেক সময়ে তাদের অবসাদ, কষ্টের কারণ হয়ে ওঠে। আবার ছেলে-মেয়েকে লালনপালন করতে গিয়ে কখনও কখনও বাবা-মায়েরা বড্ড বেশি ছাড় দিয়ে ফেলেন। তা-ও কাম্য নয়।
advertisement
6/6
আপনার সন্তানের জীবনে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দেওয়া উচিত নয়, বরং সঠিক দিক নির্দেশের মাধ্যমে সঠিক পথে পরিচলনা করা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: বুদ্ধিতে বৃহস্পতি, স্মৃতিশক্তি হবে তুখোড়, লাইট হাউস পেরেন্টিং পদ্ধতিতে সন্তান ফার্স্ট হবেই, ৭ দিনেই চমকে যাবেন গ্যারান্টি...!