Lifestyle Tips: জেগে কাটছে রাত! কিছুতেই চোখে নেই ঘুম? এই ৫ গাছ বেডরুমে রাখুন, আসবে শান্তির নিদ্রা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Bedroom plants For sleep well: যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা ভালো ঘুমের জন্য ঘরে গাছ রাখতে পারেন। গাছপালা শরীরে এমন কিছু প্রাকৃতিক প্রভাব ফেলে যা ঘুমের সমস্যা দূর করতে পারে। এমন কিছু গাছ রয়েছে যেগুলি ঘরে রাখলে ঘুম ভাল হতে পারে। তবে সব গাছ নয়। জেনে নিন কোন কোন গাছ বেডরুমে রাখলে ঘুম ভাল হতে পারে।
advertisement
1/7

ঘুমের সমস্যা অনেকেরই রয়েছে। ঘুমের জন্য অনেকে ওষুধও খেয়ে থাকেন। ঘুমের জন্য ওষুধ খাওয়া একেবারেই শরীরের জন্য ভালো নয়। ঘুমের সমস্যা কমাতে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
advertisement
2/7
যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা ভালো ঘুমের জন্য ঘরে গাছ রাখতে পারেন। গাছপালা শরীরে এমন কিছু প্রাকৃতিক প্রভাব ফেলে যা ঘুমের সমস্যা দূর করতে পারে। এমন কিছু গাছ রয়েছে যেগুলি ঘরে রাখলে ঘুম ভাল হতে পারে। তবে সব গাছ নয়। জেনে নিন কোন কোন গাছ বেডরুমে রাখলে ঘুম ভাল হতে পারে।
advertisement
3/7
জুঁই গাছ: বেড রুমে জুঁই ফুলের গাছ লাগাতে পারেন। জুঁই গাছ থেকে নির্গত প্রাকৃতিক সুগন্ধ মস্তিষ্কে আরাম দেয়। সেই সঙ্গে ভালো ঘুম হতে সাহায্য করে। এ কারণে যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা ঘরে এ ফুলের গাছটি রাখতে পারেন।
advertisement
4/7
অ্যালোভেরা: অ্যালোভেরার গাছ চুল ও ত্বকের জন্য যে খুবই উপকারী তা আমাদের সকলের জানা। ভালো ঘুমের জন্যও অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতে এ গাছ থেকে যে অক্সিজেন নির্গত হয় তা মস্তিষ্কে আরাম দেয়।
advertisement
5/7
লাভেন্ডার গাছ: ভালো ঘুমের জন্য ল্যাভেন্ডার গাছও লাগাতে পারেন। বাতাস বিশুদ্ধ করতে ল্যাভেন্ডার গাছের জুড়ি নেই। এ গাছটি বেড রুমে রাখলে মানসিক চাপ, উৎকন্ঠা কমে। সেই সঙ্গে ঘুমও ভালো হয়।
advertisement
6/7
স্নেক প্ল্যান্ট: বাস্ত্ুশাস্ত্র মেনে অনেকেই বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগান। যদি কারও শ্বাস-প্রশ্বাসে সমস্যা থাকে তাহলে এই গাছটি ঘরে রাখলে উপকার পাবেন। এ গাছটি ঘরের বাতাস নির্মল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে চোখের অস্বস্তি, মাথা ধরা কমায়।
advertisement
7/7
মানি প্ল্যান্ট: এই গাছটি খুব সহজেই বাড়তে থাকে। খুব যত্নেরও প্রয়োজন হয় না। মানি প্ল্যান্ট ঘরের মধ্যে থাকলে কার্বন-ডাই-অক্সাইড ও ফর্ম্যালডিহাইডের মতো দূষক পদার্থকে দূর করে ঘরের ভিতরের বাতাসকে দূষণমুক্ত করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle Tips: জেগে কাটছে রাত! কিছুতেই চোখে নেই ঘুম? এই ৫ গাছ বেডরুমে রাখুন, আসবে শান্তির নিদ্রা