TRENDING:

Indentify Snake By The Bite Mark: সাপে কেটেছে দেখেই আতঙ্কিত! কী করে বুঝবেন কোন সাপ কামড়েছে, বিশেষজ্ঞ বলছেন দাগ দেখেই চেনা যায়

Last Updated:
Indentify Snake By The Bite Mark: সাপের কামড়ের দাগ দেখে কোন সাপ কামড়েছে শনাক্ত করা সম্ভব? জানুন বিশেষজ্ঞের বার্তা
advertisement
1/5
সাপে কেটেছে দেখেই আতঙ্কিত! কী করে বুঝবেন কোন সাপ কামড়েছে, বিশেষজ্ঞ বলছেন দাগ দেখেই চেনা
বীরভূম, সুদীপ্ত গড়াই: মানুষের মধ্যে প্রচলিত ধারণা দু'টো দাগ দেখে বোঝা যায় কোন সাপ কামড়েছে। সর্পবিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানান, দাগ দেখে কখনোই সাপ শনাক্ত করা যায় না। অনেক বিষধর সাপের কামড়ের পর দাগ বা ব্যথা কিছুই থাকে না। অনেকের ছবি পাঠিয়ে বলেন , এটা কোন সাপে কামড়েছে! কিন্তু ছবি দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব।
advertisement
2/5
গোখরো, কেউটে, চন্দ্রবোড়া সাপ কামড়ালে সাধারণত দু'ই দাগ থাকতে পারে কিন্তু এই দাগ দেখে সাপের প্রজাতি বা বিষ ঢুকেছে কিনা বোঝা যায় না। চিকিৎসাবিজ্ঞান দাগকে কখনোই নির্ণয়ের ভিত্তি মানে না।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
নিউরোটক্সিক সাপ কামড়ালে মাথা ধরা, কানে শব্দ বাড়িয়ে শোনা, চোখের পাতা ঝুলে যাওয়া, অসাড়তা দেখা দেয়।চন্দ্রবোড়ার ক্ষেত্রে প্রচণ্ড জ্বালা, দহনযন্ত্রণা, ফোলা, রক্তক্ষরণ, দেরিতে চিকিৎসায় চোখ-কান-পায়খানা থেকেও রক্তস্ত্রাব হয়। এইসব লক্ষণই সাপের কামড় শনাক্তের মূল ভিত্তি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
সাপের কামড়ের পর অনেকেই ওঝা, ঝাড়ফুঁক, গরম জল বা নেশাজাতীয় পানীয় খাওয়ানো এমন ভুল চিকিৎসায় যান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এসব সম্পূর্ণ বিপজ্জনক। কোষে শক্ত করে বাঁধা অনেক সময় ক্ষতি বাড়ায়। এসব বন্ধ করে দ্রুত হাসপাতালে গেলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
দীনবন্ধু বিশ্বাসের মতে, কামড়ের দাগ নয় রোগীর লক্ষণই আসল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সময় পান অ্যান্টিভেনম দেওয়ার। সাপের কামড় নিয়ে ভয় নয়, সচেতনতা ও দ্রুত চিকিৎসা এই দু'ইয়ে বহু মূল্যবান প্রাণ রক্ষা সম্ভব।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indentify Snake By The Bite Mark: সাপে কেটেছে দেখেই আতঙ্কিত! কী করে বুঝবেন কোন সাপ কামড়েছে, বিশেষজ্ঞ বলছেন দাগ দেখেই চেনা যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল