Summer Care: গরমে শুধু জল নয়, খেতে হবে এই সব উপাদান! ক্লান্তি কাটিয়ে পাবেন ম্যাজিকাল এনার্জি
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
গরমে শুধু জল নয়, খেতে হবে এই সব পানীয়!
advertisement
1/5

হেলথলাইন ডটকম অনুযায়ী, গ্রীষ্ম কালে তরল খাবার খাওয়া অত্যন্ত জরুরি। গরমে ডিহাইড্রেশনের হওয়ার প্রচুর পরিমাণে আশঙ্কা থাকে। তাই জল ছাড়াও অন্যান্য তরল উপাদান ডায়েটে রাখতে হবে।
advertisement
2/5
ডাবের জল- ডাবের জলে ইলেক্ট্রোলাইট থাকে, যা শরীরে জলের ঘাটতি হতে দেয় না। ইলেক্ট্রোলাইট হৃদস্পন্দন স্বাভাবিক করতেও কার্যকর। তাই গরমে বাইরে বেরোলেই ডাবের জল খেতে হবে।
advertisement
3/5
advertisement
4/5
টমেটো- জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে, তরমুজের মতো টমেটোতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। গরমে টমেটো খেলে শরীরে জলের ঘাটতি হয় না।
advertisement
5/5
বেলপেপার- গরমে বেল পেপার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বেল পেপারে প্রায় ৯৪ শতাংশ জল রয়েছে। দেহ হাইড্রেটেড রাখতেও অত্যন্ত সাহায্য করে বেল পেপার।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Care: গরমে শুধু জল নয়, খেতে হবে এই সব উপাদান! ক্লান্তি কাটিয়ে পাবেন ম্যাজিকাল এনার্জি