Thick Eyebrow: ভ্রু মোটা ও ঘন করতে চান? এইসব ঘরোয়া উপাদানই চমৎকার ফল দেবে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
ভ্রু মোটা ও ঘন করতে চান? এইসব ঘরোয়া উপাদানই চমৎকার ফল দেবে
advertisement
1/5

ফার্ম ইজির মতে ভ্রু ঘন করতে ভুরুতে তেল ম্যাসাজ করা যেতে পারে। ভ্রুতে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নিয়ম মানতে হবে। এতে ভুরুর লোমের বৃদ্ধি হয়। ভাল ফল পেতে অলিভ অয়েলে বাদাম তেলও মিশিয়ে নিতে পারেন।
advertisement
2/5
ফার্ম ইজির মতে ভ্রু ঘন করতে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। এ জন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে কিছুক্ষণ ভুরুতে ম্যাসাজ করতে হবে। আধ ঘণ্টা পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। তাজা অ্যালোভেরা জেল না থাকলেৃবাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করা যেতে পারে।
advertisement
3/5
ভুরু ঘন করতে কাঁচা দুধও ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে কিছু কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। তারপর ভ্রুতে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ঘষে নিন। বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দুধে উপস্থিত প্রোটিন প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ভ্রু ঘন করতে সাহায্য করে।
advertisement
4/5
হেল্থ লাইনের মতে ভ্রু ঘন করতে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যেতে পারে। এ জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভ্রুতে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এরপর পরিষ্কার কাপড় দিয়ে ভ্রু মুছে নিতে হবে। পেট্রোলিয়াম জেলিতে উপস্থিত চমৎকার হাইড্রেটিং এজেন্ট ভ্রু বৃদ্ধিতে সাহায্য করে।
advertisement
5/5
ভ্রু ঘন করতে গ্রিন টি-এর সাহায্যও নেওয়া যেতে পারেন। এর জন্য গ্রিন টি বানিয়ে ঠাণ্ডা করে তারপর তুলোর সাহায্যে ভ্রুতে লাগাতে হবে। ২০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ভ্রুর চুলের বৃদ্ধিতে ভাল ভূমিকা রাখতে পারে।