TRENDING:

Lifestyle News: খাবারের উপর বসে বমি করে মাছি, শরীরে থাকে প্রায় ২০ লক্ষ ব্যাকটেরিয়া! কীভাবে তাড়াবেন এই বিরক্তিকর ঝামেলাকে?

Last Updated:
Lifestyle News House Fly Problem: মনে রাখতে ঘরে মাছি ভনভন করার মানেই অসুখ-বিসুখের আগমন। কারণ মাছি নোংরা জায়গাতেই থাকতে পছন্দ করে এবং রোগের জীবাণু বহন করে।
advertisement
1/9
খাবারে বসেই বমি করে মাছি, শরীরে থাকে প্রায় ২০ লক্ষ ব্যাকটেরিয়া! কীভাবে তাড়াবেন?
মাছি, প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। গরমে এবং বিশেষ করে বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মাছির উপদ্রব বাড়ে। কিন্তু মনে রাখতে ঘরে মাছি ভনভন করার মানেই অসুখ-বিসুখের আগমন। কারণ মাছি নোংরা জায়গাতেই থাকতে পছন্দ করে এবং রোগের জীবাণু বহন করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/9
যেহেতু নোংরা জায়গা মাত্রই মাছির পছন্দসই, সেই কারণে বেশ কিছু রোগের জীবাণু সে সর্বদা বহন করে চলে। প্রতিটি সাধারণ মাছির শরীরে প্রায় ২০ লক্ষ ব্যাক্টেরিয়া থাকে। কলেরা, আমাশা, জিয়ারডিয়াসিস, টাইফয়েড, কুষ্ঠ, কনজাংক্টিভাইটিসের মতো প্রায় ৬৫ রকম রোগ মাছির দ্বারা সংক্রামিত হয়।
advertisement
3/9
তরল পদার্থ ছাড়া মাছি কিছু খেতে পারে না। তার মুখগহ্বরের সামনে থাকে স্পঞ্জের মতো নরম অংশ, যা দিয়ে তরল শুষে নিতে সুবিধে হয়। এই কারণে তরল খাদ্যের প্রতিই মাছির নজর থাকে। এমনকি কোনও আপাত শক্ত খাদ্যবস্তুর ওপর এসে বসলেও তাকে তরলে পরিণত করে সে।
advertisement
4/9
শক্ত খাদ্যকে তরলে পরিণত করতে তার ওপর বমি করে মাছি। সেই বমিতে থাকে প্রয়োজনীয় হজমকারী উত্‍‌সেচক, যা কঠিন খাবারকে তরলে পরিণত করতে সাহায্য করে। একবার খাবার নরম হয়ে গেলে মাছি তার মুখের সাহায্যে তা শুষে নেয়।
advertisement
5/9
মাছি তাড়ানো বেশ ঝক্কির কাজ। আর মাছি না তাড়ালে খুবই বিরক্তিকর লাগে। ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তারও টোটকা রয়েছে। একবার ট্রাই করে দেখুন।
advertisement
6/9
অর্ধেক গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার নিন। এরপর গ্লাসের মুখটা সেলোফেন পেপার দিয়ে ভাল করে মুড়ে নিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটা ফুটো করুন। সেলোফেন পেপারের মাঝ দিয়ে মাছি গলে যেতে পারে এমন ফুটো করবেন। এই ফুটো দিয়ে মাছি গলতে পারবে কিন্তু বেরোতে পারবে না।
advertisement
7/9
ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ওই গ্লাসের ভিতর ঢুকে যাবে। ব্যস, আপনার কাজ শেষ। এতেই মাছিকে জব্দ করতে পারবেন। যে যে ঘরে মাছির উৎপাত সেখানে এই টোটকা কাজে লাগাতে পারেন।
advertisement
8/9
এছাড়াও একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না।
advertisement
9/9
মাছির উপদ্রব এড়াতে বাড়ির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলবেন না। রান্নাঘর, ফ্রিজ পরিষ্কার রাখুন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। আর ফল-সবজি ধুয়ে ব্যবহার করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle News: খাবারের উপর বসে বমি করে মাছি, শরীরে থাকে প্রায় ২০ লক্ষ ব্যাকটেরিয়া! কীভাবে তাড়াবেন এই বিরক্তিকর ঝামেলাকে?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল