TRENDING:

Eye Colour :চোখের রঙেই লুকিয়ে আছে হাজারো প্রশ্নের উত্তর! জানেন আপনি কেমন তা বলে দেবে আপনার চোখই

Last Updated:
মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল চোখ। এই চোখের রঙেই লুকিয়ে আছে আপনার চরিত্রের গোপন কথা! ঠিক এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক সমীক্ষায়।
advertisement
1/6
চোখের রঙেই লুকিয়ে আছে হাজারো প্রশ্নের উত্তর! জানেন আপনি কেমন তা বলে দেবে আপনার চোখই
মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল চোখ। এই চোখের রঙেই লুকিয়ে আছে আপনার চরিত্রের গোপন কথা! ঠিক এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক সমীক্ষায়। (প্রতীকী ছবি)
advertisement
2/6
মানুষের চোখের রঙ-কে মূলত তিন ভাগে ভেঙে চরিত্রের বিশ্লেষণ করা হয়েছে ওই সমীক্ষার ভিত্তিতে। যা দেখে আপনিও মিলিয়ে নিতে পারেন নিজের বা অন্যের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে। (প্রতীকী ছবি)
advertisement
3/6
এই সমীক্ষায় আমাদের চোখের যে তিনটি মূল রংকে চিহ্নিত করা হয়েছে , তা হল— বাদামি, কালো এবং নীল। এর মধ্যে আপনার চোখের মণির রং যদি বাদামি হয়, তবে আপনি কিছুটা বাস্তববাদী। জীবনকে আপনি সচেতন ভাবেই দেখেন। তা বলে জীবনের আনন্দ নিতে পিছপা হন না। আপনি হাসি-ঠাট্টা-আনন্দে থাকতে ভালবাসেন। (প্রতীকী ছবি)
advertisement
4/6
আবার আপনার মধ্যে দয়ালু মনোভাবও রয়েছে। কোথাও সাহায্যে প্রয়োজন হলে আপনার মতো মানুষ আগে এগিয়ে আসেন। আপনি আত্মবিশ্বাসী। নির্দেশ পালন করার থেকে নির্দেশ দিতে স্বচ্ছন্দ বেশি। আপনার মধ্যে কর্তৃত্ব করার একটা প্রবণতাও রয়েছে। দায়িত্ববান প্রেমিক। দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী। তবে নিজের আবেগ গোপন রাখতে পছন্দ করেন। (প্রতীকী ছবি)
advertisement
5/6
চোখের রং কালো হলে—বিশ্বস্ত, দায়িত্ববান, পরিশ্রমী এই শব্দগুলো আপনার জন্যই তৈরি। তবে একই সঙ্গে আপনি বাস্তববাদীও। আপনার যে কোনও পরিস্থিতি সম্পর্কে আগাম অনুমান করে নেওয়ার ক্ষমতাও আছে আপনার। আপনি রোমাঞ্চপ্রেমী। ঠাট্টা-মসকরাতেও পটু। মনের কথা খুলে বলতে পছন্দ করেন আপনি। আপনার নির্ভরযোগ্যতা এক বাক্যে স্বীকার করেন সবাই। নেতৃত্ব আপনার সহজাত। নিজেকে প্রমাণ করার তাগিদবোধ করেন সব সময়। তবে মাঝেসাঝে মেজাজ হারান। আর বিশ্বাস করতে পারেন না বলে ঝট করে কোনও সম্পর্কে ঢুকতে পারেন না। (প্রতীকী ছবি)
advertisement
6/6
চোখের রং নীল হলে— আপনার মধ্যে একটা সহজাত চারিত্রিক লাবণ্য রয়েছে। মানসিক ভাবে আপনি খুবই দৃঢ়চেতার। তবে আপনাকে মানুষ অতি আত্মবিশ্বাসী ভেবে ভুল বুঝতে পারে। আবার অতিরিক্ত লাজুক ভেবেও ভুল করতে পারে। আপনি বুদ্ধিমান। শান্তিপ্রিয় মানুষ। আপনার মনের মধ্যেই আপনি শান্তি খুঁজে নেন। তবে আপনি নতুন নতুন বিষয় পরীক্ষা করে দেখতেও ভালবাসেন। সম্পর্কে আপনাকে অনেক সময়েই স্বার্থপর ভেবে ভুল বুঝতে পারেন আপনার সঙ্গী। তবে তার জন্য আপনার সম্পর্কে দীর্ঘমেয়াদি কোনও ক্ষতি হয় না। আপনাকে দেখে রক্ষণশীল মনে হলেও আপনাকে কাছ থেকে চিনলে আপনার উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব বুঝতে পারেন উল্টো দিকের মানুষটি। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eye Colour :চোখের রঙেই লুকিয়ে আছে হাজারো প্রশ্নের উত্তর! জানেন আপনি কেমন তা বলে দেবে আপনার চোখই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল