কমলার ছালের ফেসপ্যাক! ত্বকের যত্নে নামী-দামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফলের খোসা
- Published by:Anulekha Kar
Last Updated:
কমলার ছালের ফেসপ্যাক! ত্বকের যত্নে নামী-দামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফলের খোসা
advertisement
1/5

কমলা লেবুর গুণ ও উপকারিতা সম্পর্কে আমরা জানি। কিন্তু কমলা লেবুর খোসাও বিস্ময়কর গুণ সম্পন্ন। কমলা লেবুর খোসা একেবারেই অকেজো নয় বরং অবিশ্বাস্য গুণ আছে এই ফলের খোসায়।
advertisement
2/5
কমলা লেবুর খোসা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর এতে মধু ও গোলাপ জল মেশাতে হবে। এই মিশ্রণ ফেসপ্যাক হিসেব ব্যবহাক করতে পারেন।
advertisement
3/5
কমলা লেবুর খোসা দীর্ঘদিন ধরে চিনি সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে। চিনি শুকনো ও ভাল রাখতে চিনির প্যাকেটে ২ থেকে ৪টি কমলার খোসা রাখতে পারেন, এতে চিনি ঠিক থাকে।
advertisement
4/5
বাগানের কাজেও ব্যবহার করা যায় এই ফলের খোসা।কমলালেবুর খোসা শুকিয়ে সার হিসেবে গাছের গোড়ায় দিতে পারেন। বাগানকে পোকামাকড় থেকে রক্ষা করতে কমলার খোসা খুবই উপকারী, কমলার খোসা ছোট ছোট টুকরো করে গাছের চারপাশে রাখলে পোকামাকড় দূরে থাকে।
advertisement
5/5
কমলার খোসা রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের দূর্গন্ধ দূর করতে খুবই কার্যকর।রান্নাঘরের সিঙ্কে খাবার আটকে গেলে প্রচুর গন্ধ হয়, এক্ষেত্রে কমলার খোসা দিয়ে ঘষলে গন্ধ চলে যেতে পারে। রান্নাঘর পরিষ্কার করতে কমলালেবুর খোসা জলে কিছুক্ষণ ফুটিয়ে এই জল দিয়ে পরিষ্কার করতে পারেন।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কমলার ছালের ফেসপ্যাক! ত্বকের যত্নে নামী-দামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফলের খোসা