TRENDING:

Life Hacks: সোনার গয়না কেনার পর তা ভাল রাখবেন কীভাবে? কিছু উপায় মানলেই ঠিক থাকবে আপনার কাঞ্চন সম্পদ

Last Updated:
সোনার গয়নার দাম দিন প্রতি দিন বেড়েই চলেছে। সোনার দাম এখন ৮০ হাজার টাকাও পেরিয়ে গিয়েছে। বাজারের অবস্থা যাইহোক না কেন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই আস্থা রাখেন সোনার উপরেই।
advertisement
1/7
কিছু উপায় মানলেই ভাল থাকবে আপনার কাঞ্চন সম্পদ
সোনার গয়নার দাম দিন প্রতি দিন বেড়েই চলেছে। সোনার দাম এখন ৮০ হাজার টাকাও পেরিয়ে গিয়েছে। বাজারের অবস্থা যাইহোক না কেন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই আস্থা রাখেন সোনার উপরেই। প্রতীকী ছবি।
advertisement
2/7
কারণ, শেয়ারবাজার থেকে ব্যাঙ্ক সবকিছু ফেল করে গেলেও সোনার দাম কখনই কমবে না বলে বিশ্বাস করেন অনেকেই। প্রতীকী ছবি।
advertisement
3/7
সোনা কেনার পর তা ঠিক করে যত্ন না করলে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ, আপনার প্রিয় গহনা বা সম্পদ হিসাবে অর্জিত গহনা যদি নষ্ট হয়ে যায় তাহলে আফসোসের শেষ থাকবে না। কিছু কিছু জিনিস মাথায় রাখলেই আপনি সামলে রাখতে পারবেন আপনার কাঞ্চন সম্পদকে। প্রতীকী ছবি।
advertisement
4/7
আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখুনআর্দ্রতায় সোনার উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই স্যাঁতস্যাঁতে জায়গায় কখনই সোনা রাখবেন না। শুষ্ক জায়গায় সোনা রাখবেন। কারণ সোনা শুষ্ক জায়গায় ভাল থাকে। সোনা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে ক্রমে ক্রমে সোনার জৌলুস কমে আসে। আর্দ্রতা থেকে বাঁচাতে সিলিকা জেলের প্যাকেটেও সোনা রাখতে পারেন। প্রতীকী ছবি।
advertisement
5/7
বাক্সে নয় ব্যাগে রাখুনশক্ত কোনও বাক্সে সোনা সবসময় নরম ব্যাগ বা ভেলভেটের ব্যাগে রাখার চেষ্টা করুন। ফলে, সোনা ভাল থাকবে। কারণ এতে সোনা ভাল থাকে বলে জানাচ্ছেন সোনা ব্যবসায়ীরা। প্রতীকী ছবি নিয়মিত পরিষ্কার করা প্রতীকী ছবি।
advertisement
6/7
রূপো আর সোনা আলাদা আলাদা রাখুনসোনা নরম ধাতু। অনেকেই সোনা রূপো একসঙ্গে রেখে দেন। কিন্তু এটা উচিত নয়। সব সময় সোনা এবং রূপো আলাদা আলাদা জায়গায় রাখার চেষ্টা করুন। কারণ রূপো আর সোনা একসঙ্গে রাখলে সোনার ধাতুর চরিত্র বদলে যেতে পারে। প্রতীকী ছবি।
advertisement
7/7
নিয়মিত পরিষ্কার করাসোনার গয়না নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কারণ, নিয়মিত সোনা পরিষ্কার না করলে সোনার গয়নায় ধুলো জমতে পারে। ধুলো জমলেও কমতে পারে সোনার জৌলুস। ফলে আপনার সাধের সোনার গয়না নষ্ট হয়ে যেতে পারে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Life Hacks: সোনার গয়না কেনার পর তা ভাল রাখবেন কীভাবে? কিছু উপায় মানলেই ঠিক থাকবে আপনার কাঞ্চন সম্পদ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল