TRENDING:

Lichu or Litchi in Blood Sugar: রসে টইটম্বুর লিচু খেলে কি ব্লাড সুগার বাড়ে চড়চড়িয়ে? ডায়াবেটিসে ঝাঁঝরা হয় শরীর? জানুন চরম ক্ষতি

Last Updated:
Lichu or Litchi in Blood Sugar:লিচু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি লিচু মুখে ফেললেই হু হু করে বাড়বে ডায়াবেটিস?
advertisement
1/8
রসে টইটম্বুর লিচু খেলে কি ব্লাড সুগার বাড়ে চড়চড়িয়ে? ডায়াবেটিসে ঝাঁঝরা হয় শরীর? জানুন
গরমকালের ফলবিলাসে আমের পরই আসে লিচু৷ লাল টুকটুকে খোসার ভিতর এমন রসালো সুস্বাদু ফল বিরল৷ গ্রীষ্মের শ্রান্তি নিমেষে হরণ করে মিষ্টি লিচু৷
advertisement
2/8
কিন্তু লিচু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি লিচু মুখে ফেললেই হু হু করে বাড়বে ডায়াবেটিস? এই দ্বন্দ্ব চিরকালের৷ সেই সংশয় দূর করেছেন পুষ্টিবিদ অঞ্জু সুদ৷
advertisement
3/8
পুষ্টিবিদ অঞ্জু সুদ জানিয়েছেন যদি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে, তাহলে লিচু খাওয়া যেতে পারে৷ তাঁর কথায়, লিচুতে অন্যান্য ফলের মতোই ফ্রুক্টোজ আছে৷ ফ্রুক্টোজের মেটাবলিজমের জন্য ইনসুলিন দরকার হয় না৷
advertisement
4/8
তবে ডায়াবেটিকরা কখনওই অতিরিক্ত হারে লিচু খেতে পারবেন না৷ তাঁরা লিচু খেতে পারবেন৷ তবে অত্যন্ত পরিমিত পরিমাণে৷ মত অঞ্জু সুদের৷
advertisement
5/8
একই রকম বলেছেন পুষ্টিবিদ রূপালি দত্তা৷ তাঁর মতে,‘‘পরিমিত পরিমাণে খেলে লিচু ব্লাড সুগারের রোগীদের জন্যেও নিরাপদ৷ তবে পরিমিত পরিমাণে খাওয়ার কথা মনে রাখতে হবে৷ তাছাড়া ক্যালরি ইনটেকের বিষয়টিও মাথায় রাখতে হবে৷ মধুমেহ রোগীদের ক্যালোরি নিয়ন্ত্রণও জরুরি৷’’
advertisement
6/8
লিচুর গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৫০৷ যে সব খাবারের গ্লাইসেমিক ইনডেক্স ৫৫-র কম, সেগুলি পরিপাক হতে সময় লাগে৷ ফলে রক্তে শর্করার মাত্রাও ধীরগতিতে বাড়ে৷ ঝড়ের বেগে শর্করামাত্রা বৃদ্ধি পায় না এই খাবারগুলির প্রভাবে৷
advertisement
7/8
লিচুতে প্রচুর ফাইবার আছে৷ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে রক্তে শর্করার মাত্র দ্রুত হারে বৃদ্ধি পায় না৷ সেদিক দিয়ে মধুমেহ রোগীদের ডায়েটে লিচু পরিমিত পরিমাণে রাখা ক্ষতিকর নয়৷
advertisement
8/8
অর্থাৎ লিচুর লোভনীয় স্বাদ থেকে মধুমেহ রোগীদের বঞ্চিত হতে হবে না৷ ডায়েটিশিয়ানদের পরামর্শমতো তাঁরা লিচু খেতেই পারেন৷ তবে পরিমিত পরিমাণে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lichu or Litchi in Blood Sugar: রসে টইটম্বুর লিচু খেলে কি ব্লাড সুগার বাড়ে চড়চড়িয়ে? ডায়াবেটিসে ঝাঁঝরা হয় শরীর? জানুন চরম ক্ষতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল