TRENDING:

Lice Treatment: উকুন দূর হবে রাতারাতি! ক্ষতি হবে না চুলের! চিকিৎসকের থেকে জানুন বিশেষ টিপস

Last Updated:
Lice Treatment: এই বিশেষ উপায় জানা থাকলে মাথা থেকে রাতারাতি পালাবে উকুন! ঝলমলে হবে চুল! এখুনি জানুন
advertisement
1/5
উকুন দূর হবে রাতারাতি! ক্ষতি হবে না চুলের! চিকিৎসকের থেকে জানুন বিশেষ টিপস
ছোট থেকে বড় অনেকের মাথায় উকুন এ ভর্তি হয়ে যায়। মাথার উকুন দূর করতে অনেকেই উকুননাশক শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তবে এ উপায়ে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। কারণ উকুননাশক শ্যাম্পু চুলের থেকে উকুন দূর করতে গিয়ে চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাই ভরসা রাখতে পারেন ঘরোয়া দুই উপায়ে। 
advertisement
2/5
বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, চুলের উকুন সহজ উপায়ে দূর করার একটি উপায় হল ভেজা চুল আঁচড়ানো। মাথার চুল ভেজা অবস্থায় উকুন দ্রুত নড়াচড়া করতে পারে না। ওই সময় চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল দুইভাগ করে আঁচড়ালে সহজেই উকুন বেরিয়ে আসে।
advertisement
3/5
চুলে উকুন ঝুলে থাকে। কখনও মাথার ত্বকে এসে রক্ত শুষে নেয়। তাই উকুনকে কাবু করতে চেষ্টা করুন মাথায় তেল দিতে। তবে নারিকেল তেলের পরিবর্তে যদি নিম তেল ব্যবহার করেন এক্ষেত্রে দ্রুত উপকার পাবেন। চুল তেলতেলে থাকলে উকুন নড়াচড়া করতে পারে না। ওই সময় চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আচড়ালে চিরুনিতে উকুন আটকে যায়।
advertisement
4/5
এই দুই উপায় মেনে চলার পাশাপাশি চেষ্টা করুন সব সময় চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে। কারণ অপরিষ্কার মাথার ত্বকেই উকুন দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পায়। এছাড়া টি ট্রি অয়েল বা চা গাছের তেলের গন্ধ উকুন সহ্য করতে পারে না। এই তেল চুলের গোড়ায় ব্যবহার করে সারারাত রাখলেই সব উকুন মরে যাবে। রাতারাতি উকুন দূর করতে বেশ কার্যকরী এক উপায় এটি।
advertisement
5/5
পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) থেকে শুরু করে জলপাই তেল, মাখন বা মেয়োনিজ মাথার ত্বকে ব্যবহার করে সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। দেখবেন রাতারাতি উকুন মরে যাবে।তাছাড়া হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলে গরম বাতাস প্রয়োগ করলে মাথার ত্বকে ডিহাইড্রেশন হয়। ফলে উকুন ও ডিম মারা যেতে পারে। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lice Treatment: উকুন দূর হবে রাতারাতি! ক্ষতি হবে না চুলের! চিকিৎসকের থেকে জানুন বিশেষ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল