TRENDING:

LGBTQ : দেশের এই ৫ শহরে সমকামী-রূপান্তরকামীরা সবচেয়ে স্বাধীন ভাবে থাকেন! কলকাতা কি আছে তালিকায়?

Last Updated:
LGBTQ : চলছে প্রাইড মানথ। LGBTQ গোষ্ঠীর জন্য এ এক বিশেষ মাস।
advertisement
1/6
দেশের এই ৫ শহরে সমকামী-রূপান্তরকামীরা সবচেয়ে স্বাধীন ভাবে থাকেন! কলকাতা আছে?
চলছে প্রাইড মানথ। LGBTQ গোষ্ঠীর জন্য এ এক বিশেষ মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তেএই গোটা মাস ধরে তাই চলে প্রাইড প্যারাড, মিছিল, উদযাপন ইত্যাদি। ব্যতিক্রম নয় ভারতও। সমকামী ও উভকামী মহিলা পুরুষ, রূপান্তরকামীরা এই উদযাপনে যোগ দেন। তবে ভারতের এই পাঁচ শহরে LGBTQ গোষ্ঠীর মানুষ সবচেয়ে বেশি প্রাণ খুলে নিজেদের মতো করে বাঁচতে পারেন।
advertisement
2/6
পানাজি- গোয়ার এই রাজধানীতে ছুৎমার্গ নেই। এই গোষ্ঠীর মানুষকা নিশ্চিন্তে দিন কাটাতে পারেন নিজেদের যৌন পরিচিতিকে গর্বের সঙ্গে ঘোষণা করে।
advertisement
3/6
বেঙ্গালুরু- ভারতের অন্যতম প্রগতিশীল শহর এটি। সারা দেশের মানুষ এই শহরে কাজের জন্য আসেন। শহরে বেঙ্গালুরু কুইর ফিল্ম ফেস্টিভ্যালও হয় ২০০৮ সা থেকে। ফলে প্রাণ খুলে স্বাধীন ভাবে নিঃশ্বাস নিতে পারেন LGBTQ গোষ্ঠীর মানুষ।
advertisement
4/6
লাদাখ- দেশের উত্তরপ্রান্তে অবস্থিত এই শহরে ছুটি কাটাতে আসে মানুষ। এই অঞ্চলে সমকামী, উভকামী বা রূপান্তরকামী মানুষও সহজেই কোনও রকম বাধা ছাড়া বেড়াতে আসেন।
advertisement
5/6
মুম্বই- দেশের দ্রুততম শহর। এই শহরে বহু মানুষ স্বপ্ন পূরণ করতে আসেন। রুপোলি জগতের জন্য এই শহরে আসেন নানা প্রান্ত থেকে নানা মানুষ। এই শহরেও হয় মুম্বই কুইর ফিল্ম ফেস্টিভ্যাল।
advertisement
6/6
কলকাতা- এই তালিকায় রয়েছে কল্লোলিনী কলকাতাও। এই শহরেই আয়োজিত হয় ভারতের প্রাচীনতম LGBTQ ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভ্যাল। ২০০৭ থেকে চলে আসছে এই চলচ্চিত্র উৎসব। প্রগতিশীল মনন নিয়ে চলা এই শহরে সমকামী বা রূপান্তরকামীরা স্বাধীন ভাবেই থাকেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
LGBTQ : দেশের এই ৫ শহরে সমকামী-রূপান্তরকামীরা সবচেয়ে স্বাধীন ভাবে থাকেন! কলকাতা কি আছে তালিকায়?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল