TRENDING:

Lemon Peels Benefits: পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে খান, বাড়তি ওজন ঝরিয়ে রোগা হবেন, হার্টও ভাল থাকবে

Last Updated:
Lemon Peels Benefits:গরমে পাতিলেবু, গন্ধরাজলেবু, কাগজী লেবুর ব্যবহার নানাভাবে হয় আমাদের রান্নাঘরে৷ কিন্তু আমরা সেগুলির খোসা ফেলে দিই৷ দেখুন লেবুর খোসার কী কী উপকারিতা আছে৷
advertisement
1/9
পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে খান, বাড়তি ওজন ঝরিয়ে রোগা হবেন, হার্টও ভাল থাকবে
প্রকৃতির কোনও উপাদানই বোধহয় উপকারিতাহীন নয়৷ প্রাকৃতিক সম্পদ কিছুই যায় না ফেলা৷ সেরকমই এক উপাদান হল লেবুর খোসা৷ গরমে পাতিলেবু, গন্ধরাজলেবু, কাগজী লেবুর ব্যবহার নানাভাবে হয় আমাদের রান্নাঘরে৷ কিন্তু আমরা সেগুলির খোসা ফেলে দিই৷ দেখুন লেবুর খোসার কী কী উপকারিতা আছে৷ জানিয়েছেন পুষ্টিবিদ আশিস রানি৷
advertisement
2/9
আজকের দিনে বাড়তি ওজন অনেকেরই সমস্যা৷ মুক্তি পেতে বহু ঘরোয়া টোটকাই তো চেষ্টা করেছেন৷ এক বার লেবুর খোসায় ভরসা রেখে দেখুন৷ লেবুর খোসায় থাকা পেক্টিন উপাদান সাহায্য করে ওজন কমিয়ে ফেলতে৷
advertisement
3/9
জীবাণুর জন্য মুখে গন্ধ-সহ নানা ওরাল প্রবলেম দেখা দেয়৷ মুক্তি পেতে কাজে লাগান লেবুর খোসা৷ লেবুর খোসায় থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড অরুচি দূর করে মুখগহ্বরের স্বাস্থ্য ভাল রাখে৷
advertisement
4/9
লেবুর খোসায় থাকা ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি, পেক্টিনের মতো উপকারী উপাদান থাকার জন্য রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে৷ ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে৷
advertisement
5/9
ডি-লিমোনিন এবং ভিটামিন সি-এর মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে লেবুর খোসা৷ মরশুম পরিবর্তনের সময় সুস্থ থাকতে লেবুর খোসা রাখতে হবে ডায়েটে৷
advertisement
6/9
সাম্প্রতিক গবেষণা বলছে, কালো চায়ে লেবুর খোসা মিশিয়ে খেলে ক্যানসারের আশঙ্কা কম হয়৷
advertisement
7/9
কীভাবে ব্যবহার করবেন লেবুর খোসা? তার জন্য একাধিক উপায় আছে৷ লেবুর খোসা গ্রেট করে জেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন স্যালাড, স্যুপ, ডেজার্টে৷ স্বাদ ও গন্ধ দুই-ই বাড়ে৷
advertisement
8/9
শুকিয়ে নেওয়া লেবুর খোসা ব্লেন্ড করে তেল, মাখন, আচার, সস বা ডিপ সংরক্ষণ করে রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন৷
advertisement
9/9
লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন৷ তার পর শুকনো মশলা হিসেবে ব্যবহার করুন৷ চেনা খাবারে আসবে নতুন স্বাদ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lemon Peels Benefits: পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে খান, বাড়তি ওজন ঝরিয়ে রোগা হবেন, হার্টও ভাল থাকবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল