Lemon Peel Usage: রান্নাঘরে তেলচিটে তাক-বাসন-টাইলস, ডাস্টবিন থেকে পচা গন্ধ? সমাধান লুকিয়ে একটা লেবুর খোসায়! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Lemon Peel Usage: বেশিরভাগ সবজির খোসাই ফেলে দেওয়া হয় কাজে লাগে না বলে। এই ফেলে দেওয়া খোসার মধ্যে লেবুর খোসাও রয়েছে।
advertisement
1/6

বাড়িতে ব্যবহৃত বেশ কিছু সবজির খোসা খাওয়া হয়ে থাকে। তবে বেশিরভাগ সবজির খোসাই ফেলে দেওয়া হয় কাজে লাগে না বলে। এই ফেলে দেওয়া খোসার মধ্যে লেবুর খোসাও রয়েছে।
advertisement
2/6
গৃহিণী করবী মিত্র জানান, বাজারের দামি ক্লিনারের মতো কাজ করবে লেবুর ফেলে দেওয়া খোসা। যা দিয়েই খুব সহজেই রান্নাঘর একদম চকচকে হয়ে যাবে নিমেষেই। তাই লেবুর খোসা দারুণ উপকারী।
advertisement
3/6
পাত্র থেকে দুর্গন্ধ এবং দাগ পরিষ্কার করতে লেবুর খোসা দারুণ কার্যকর। তাই চকচকে বাসন পেতে চাইলে পাত্রে লেবুর খোসা ঘষে নিতে পারেন। এটি তেলের দাগ ও আঁশটে গন্ধ দূর করবে সহজেই।
advertisement
4/6
রান্নাঘরের মেঝেকে পরিষ্কার ও চকচকে রাখতে লেবুর খোসার ব্যবহার করা বেশ ভাল উপায়। লেবুর খোসার পেস্ট তৈরি করে মেঝেতে লাগিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করতে হবে।
advertisement
5/6
অনেক সময় রান্নাঘরের ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। সেই গন্ধ কমাতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এজন্য লেবুর খোসা ভাল মতো শুকিয়ে ডাস্টবিনে রেখে দিলেই হবে কাজ।
advertisement
6/6
মাইক্রোওয়েভ পরিষ্কার করতেও লেবুর খোসা কার্যকর। একটি ছোট পাত্রে জল ভরে তাতে লেবুর খোসা নিতে হবে। তারপর কিছুক্ষণ মাইক্রোওয়েভ চালাতে হবে। ভেজা কাপড় দিয়ে মাইক্রোওয়েভ মুছে দিলেই হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lemon Peel Usage: রান্নাঘরে তেলচিটে তাক-বাসন-টাইলস, ডাস্টবিন থেকে পচা গন্ধ? সমাধান লুকিয়ে একটা লেবুর খোসায়! জানুন