Aquarium Fish Care: বাড়িতে অ্যাকুয়ারিয়াম আছে? শীতকালে মাছের মৃত্যুর সম্ভাবনা এড়াতে বিশেষ যত্ন নিন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Aquarium Fish Care: অনেক সময় দেখা যায় শীতকালে সেই সমস্ত রঙিন মাছের নানা রকম সমস্যা হয় এমনকি মাছ মারা পর্যন্ত যায়। কীভাবে যত্ন নেবেন জানুন।
advertisement
1/7

নিজের বাড়িতে শখের বসে অথবা ঘরের শোভা বাড়ানোর জন্য অ্যাকোরিয়ামে রঙিন মাছ পুষতে আমরা অনেকেই ভালোবাসি।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
তবে অনেক সময় দেখা যায় শীতকালে সেই সমস্ত রঙিন মাছের নানা রকম সমস্যা হয় এমনকি মাছ মারা পর্যন্ত যায়।
advertisement
3/7
এই সময় মাছের একটু বেশি যত্ন নেওয়া উচিত। জলে থার্মোস্ট্যাট অথবা হিটার ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/7
মাছের খাবার কমিয়ে দেওয়া উচিত এবং প্রয়োজনমতো সপ্তাহে একদিন মাছের খাবার বন্ধ রাখতে হবে।
advertisement
5/7
মাছের খুব বেশি সমস্যা দেখা দিলে দোকানদারের পরামর্শ নিয়ে ওষুধ এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
advertisement
6/7
অ্যাকোরিয়ামের জল সঠিকভাবে পরিশুদ্ধ হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে হবে সপ্তাহে একবার অন্তত ট্যাংকের অর্ধেক জল পরিবর্তন করা যেতে পারে।
advertisement
7/7
তবে দোকানদার অথবা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোন পদক্ষেপ নেওয়া উচিত নয় যারা নতুন শখের বসে মাছ পুষছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Aquarium Fish Care: বাড়িতে অ্যাকুয়ারিয়াম আছে? শীতকালে মাছের মৃত্যুর সম্ভাবনা এড়াতে বিশেষ যত্ন নিন