Lakshmipuja Rituals: বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় দিন এই ৫ পাতা! তার পর আপনার মানিব্যাগে রাখলেই কেল্লাফতে! উপচে পড়বে ধনসম্পদ! পালাবে দারিদ্রযোগ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lakshmipuja Rituals: দেবদেবীর পুজোর উপকরণে থাকে প্রাকৃতিক ছোঁয়া। ফুল, ফল তো বটেই। ব্যবহৃত হয় বিভিন্ন পাতা ও গাছগাছালির বিভিন্ন অংশও। কিছু গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। আসুন, জেনে নিই সেগুলি কী কী।
advertisement
1/12

প্রতি বৃহস্পতিবার বাঙালি গৃহস্থ বধূর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সপ্তাহের এই দিনটি হল লক্ষ্মীবার। সংসারে শ্রী ও মঙ্গলকামনায় বৃহস্পতিবার ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করা হয়।
advertisement
2/12
দেবদেবীর পুজোর উপকরণে থাকে প্রাকৃতিক ছোঁয়া। ফুল, ফল তো বটেই। ব্যবহৃত হয় বিভিন্ন পাতা ও গাছগাছালির বিভিন্ন অংশও।
advertisement
3/12
কিছু গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। আসুন, জেনে নিই সেগুলি কী কী। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/12
যে কোনও লক্ষ্মীপুজোয় ধানদূর্বার ব্যবহার অত্যাবশ্যক। ধান ও দূর্বা হল কৃষিজ সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। সম্পদ ও শ্রীর প্রতীক দেবীলক্ষ্মীর আরাধনায় এই দুই উপাদান প্রয়োজনীয়।
advertisement
5/12
ভেষজ গুণে সমৃদ্ধ দূর্বাঘাস দীর্ঘায়ু ও দীর্ঘজীবনের প্রতীক। তাই লক্ষ্মীপুজোয় এই ঘাস প্রয়োজনীয়।
advertisement
6/12
পানপাতাকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই পাতার ওষধিগুণও প্রচুর। এই পাতা ছাড়া সম্পন্নই হবে না দেবী লক্ষ্মীর পুজো।
advertisement
7/12
কলাপাতাও খুবই শুভ। জীবনে সুখসমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক কলাগাছ ও কলাপাতা। তাই মা লক্ষ্মীর আরাধনায় রাখুন এই পাতা। তাতেই সাজিয়ে দিন ফলপ্রসাদ ও ভোগনৈবেদ্য।
advertisement
8/12
আমপাতা বা আম্রপল্লবও সনাতনী বিশ্বাসে অত্যন্ত শুভ। মালক্ষ্মীর ঘটে সাজিয়ে দিন বিজোড় সংখ্যক আমপাতা। সারা বছর আমগাছ ভরা থাকে পাতায়। তাই বলা হয় লক্ষ্মীপুজোয় আম্রপল্লব ব্যবহার করলে সংসারের ধনসম্পদের ভাণ্ডারও পরিপূর্ম থাকে সব সময়।
advertisement
9/12
পবিত্র বিল্বপত্র বা বেলপাতাও দেবীলক্ষ্মীর পুজোয় গুরুত্বপূর্ণ। তাই ফুলের সঙ্গে নিবেদন করুন বেলপাতাও।
advertisement
10/12
টাটকা অশ্বত্থপাতা নিন। তার উপর সিঁদুর বা কুমকুম দিয়ে আঁকুন যে কোনও মাঙ্গলিক চিহ্ন। তার উপর দিন কিছু অক্ষত আতপচাল এবং হলুদের তিলক।
advertisement
11/12
মা লক্ষ্মীকে অর্পণ করুন এই পাতা। তার পর রাখুন আপনার মানিব্যাগে। কোনওদিন ধনসম্পদের অভাব হবে না। জীবনে আসবে না দারিদ্রযোগ।
advertisement
12/12
এই পাতা শুকিয়ে গেলে ফেলে দিন কোনও প্রবাহিত জলে। তার পর আবার নতুন অশ্বত্থপাতা নিবেদন করুন মা লক্ষ্মীকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lakshmipuja Rituals: বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় দিন এই ৫ পাতা! তার পর আপনার মানিব্যাগে রাখলেই কেল্লাফতে! উপচে পড়বে ধনসম্পদ! পালাবে দারিদ্রযোগ