TRENDING:

Labrador vs Golden Retriever: বাড়িতে পোষ্য আনবেন ভাবছেন, ল্যাব্রাডর না গোল্ডেন রিট্রিভার? ভারতীয় আবহাওয়ায় কোনটা সেরা হবে জানুন...

Last Updated:
Labrador vs Golden Retriever: কুকুর পোষার জন্য ল্যাব্রাডর ও গোল্ডেন রিট্রিভার দু’টি দারুন জাত। কিন্তু ভারতীয় আবহাওয়ায় কোনটা বেশি ভালো হবে জানুন...
advertisement
1/12
ল্যাব্রাডর না গোল্ডেন রিট্রিভার? ভারতীয় আবহাওয়ায় কোনটা সেরা হবে জানুন...
আপনি যদি নতুন করে একটি ফার-বেবি (pet dog) আপনার জীবনে আনতে চান এবং গোল্ডেন রিট্রিভার ও ল্যাব্রাডর—এই দুই জনপ্রিয় জাতের মধ্যে কোনো একটি বেছে নিতে চান, তাহলে এই তুলনামূলক বিশ্লেষণ আপনার জন্য আদর্শ।
advertisement
2/12
প্রথমেই সাইজ ও ওজন নিয়ে বলা যায়, দুটি জাতই মিডিয়াম-টু-লার্জ সাইজের কুকুর। গড়ে গোল্ডেন রিট্রিভারের ওজন ২৫ থেকে ৩৪ কেজি এবং উচ্চতা ২১.৫ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত হয়। ল্যাব্রাডর কিছুটা বেশি ভারী হয়।
advertisement
3/12
ল্যাব্রাডরের ওজন গড়ে ২৯ থেকে ৩৬ কেজি এবং উচ্চতা ২১.৫ থেকে ২৪.৫ ইঞ্চি। যদিও ছোট অ্যাপার্টমেন্টে এদের রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে, নিয়মিত ব্যায়াম ও মানসিক উদ্দীপনার মাধ্যমে এরা ভালোভাবেই মানিয়ে নিতে পারে।
advertisement
4/12
দুটি জাতের ব্যক্তিত্বে অনেক মিল থাকলেও, গোল্ডেন রিট্রিভার একটু বেশি এক্সট্রোভার্ট স্বভাবের। অপরিচিতদের সঙ্গেও সহজেই মিশে যায়। অন্যদিকে, ল্যাব্রাডর কিছুটা সময় নেয় কিন্তু একবার মানিয়ে নিলে খুবই বন্ধুবান্ধব হয়।
advertisement
5/12
দুটি জাতেরই শক্তিশালী এনার্জি লেভেল রয়েছে। এদের প্রতিদিন হাঁটাহাঁটি, খেলা ও মানসিক অনুশীলন করানো জরুরি। অলস হয়ে গেলে তারা অদ্ভুত আচরণ করতে পারে।
advertisement
6/12
ল্যাব্রাডর তুলনামূলকভাবে একটু বেশি শক্তিশালী ও অ্যাক্টিভ হওয়ায় তার দৈনিক ব্যায়ামের প্রয়োজনও একটু বেশি হতে পারে গোল্ডেন রিট্রিভারের চেয়ে।
advertisement
7/12
আপনি যদি বন্ধুত্বপূর্ণ ও ভালোবাসায় ভরপুর একটি কুকুর খুঁজছেন, তাহলে এই দুটি জাতই একেবারে পারফেক্ট। এরা পরিবারভিত্তিক, শিশুপ্রিয় এবং মনিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে।
advertisement
8/12
কুকুরের প্রহরী স্বভাবের দিক থেকে ল্যাব্রাডর একটু এগিয়ে। যদিও কোনোটাই খুব অ্যাক্টিভ গার্ড ডগ নয়, ল্যাব্রাডর যদি কিছু অস্বাভাবিক টের পায়, তাহলে সজাগ করে তুলতে পারে।
advertisement
9/12
গ্রুমিং বা পরিষ্কারের প্রয়োজন দুটি জাতেরই আছে, কারণ এদের ডাবল কোট রয়েছে। নিয়মিত ব্রাশিং না করলে চুল পড়ে এবং গায়ের ত্বকে সমস্যা হতে পারে।
advertisement
10/12
গোল্ডেন রিট্রিভারের লোম ল্যাব্রাডরের তুলনায় একটু বেশি লম্বা ও সিল্কি হওয়ায় তাকে একটু বেশি যত্ন করতে হয়। মাঝে মাঝে প্রফেশনাল গ্রুমিং করানোও দরকার হয়।
advertisement
11/12
স্বাস্থ্য সমস্যা—দু'জনেরই রয়েছে হিপ ডিসপ্লেসিয়া, চোখের সমস্যা বা হার্টের কিছু ঝুঁকি। নিয়মিত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা দরকার, যেন আগেভাগে সমস্যা ধরা পড়ে।
advertisement
12/12
উপসংহারে বলা যায়, আপনি যেটিকেই বেছে নেন না কেন, যত্ন ও ভালোবাসা দিয়ে তাকে অ্যাপার্টমেন্টে রাখাই সম্ভব। যদি আপনি একটু কম এনার্জির কুকুর চান, গোল্ডেন রিট্রিভার ভালো। বেশি অ্যাক্টিভ থাকলে ল্যাব্রাডর হবে বেস্ট চয়েস।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Labrador vs Golden Retriever: বাড়িতে পোষ্য আনবেন ভাবছেন, ল্যাব্রাডর না গোল্ডেন রিট্রিভার? ভারতীয় আবহাওয়ায় কোনটা সেরা হবে জানুন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল