Korean Skin Care Tips: ত্বকে বয়সের ছাপ পড়ছে? দামি ক্রিম ছাড়ুন, এই পানীয় ব্যবহারেই ফিরে পাবেন যৌবন! ত্বক হবে কাচের মতো চকচকে! কীভাবে ব্যবহার?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Skin Care Tips: ঝলমলে ত্বক পাওয়ার জন্যে চেষ্টার কমতি রাখে না অনেকেই। ত্বকের যত্ন নেওয়ার জন্য ভরসা রাখতে পারেন এই ঘরোয়া পানীয়ের ওপর। তবেই পাবেন উপকার।
advertisement
1/5

দাগহীন মুখ চেয়ে থাকেন সকলেই। কাচের মতো ঝকঝকে ত্বক থাকবে এমনটাই পছন্দ হয় বেশিরভাগ মানুষের। তবে সেজন্য কিছু বিষয় মানতে হবে।
advertisement
2/5
অভিজ্ঞ রূপচর্চা বিশারদ সোমা দাস জানান, ত্বকের চর্চায় চালের জলের ব্যবহার নতুন নয়। তবে যে কোনও জিনিস মুখে মাথার আগে ত্বকের ধরন সম্পর্কে জানা প্রয়োজন।
advertisement
3/5
ত্বকের সিবাসিয়াস গ্রন্থি সিবাম বেরিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। বার বার চালের জলের ব্যবহারে স্বাভাবিক তেল ধুয়ে গিয়ে ত্বক রুক্ষ হয়।
advertisement
4/5
চালের জলে অ্যালার্জি হতে পারে। তাই রূপচর্চায় কোনও উপকরণ ব্যবহার করতে হলে। আগে দেখে নেওয়া উচিত জ্বালা, চুলকানি বা র্যাশ হচ্ছে কিনা।
advertisement
5/5
চালের জলে থাকা স্টার্চ বা শ্বেতসারে ত্বকের সূক্ষ্ম ছিদ্রমুখ বন্ধ হয়ে যেতে পারে। এতে ত্বকে ব্রণের সমস্যা দেখা দিতে পারে অনেক বেশি মাত্রায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Korean Skin Care Tips: ত্বকে বয়সের ছাপ পড়ছে? দামি ক্রিম ছাড়ুন, এই পানীয় ব্যবহারেই ফিরে পাবেন যৌবন! ত্বক হবে কাচের মতো চকচকে! কীভাবে ব্যবহার?