TRENDING:

Kojagari Lakshmipuja Alpana Tips: কোজাগরী লক্ষ্মীপুজোয় সুন্দর আলপনা দিতে চান? রইল সহজ টিপস

Last Updated:
Kojagari Lakshmipuja Alpana Tips: আলপনা দেওয়ার কিছু নিয়ম আছে৷ সেগুলি অনুসরণ করুন৷ আপনার হাতের গুণে শৈল্পিক হয়ে উঠবে পরিবেশ
advertisement
1/9
কোজাগরী লক্ষ্মীপুজোয় সুন্দর আলপনা দিতে চান? রইল সহজ টিপস
কোজাগরী লক্ষ্মীপুজো পালনের অন্যতম অঙ্গ ঘরবাড়ি জুড়ে আলপনা দেওয়া৷ আগে লাল সিমেন্টের মেঝেতে সাদা আলপনা সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করত৷
advertisement
2/9
এখন লাল সিমেন্টের মেঝে বিরল৷ অনেকে আলপনা না দিয়ে দোকানে গিয়ে স্টিকার খোঁজেন৷ আবার অনেকের অনুযোগ, হাজারো চেষ্টাতেও আলপনা সুন্দর হয় না৷ আলপনা দেওয়ার কিছু নিয়ম আছে৷ সেগুলি অনুসরণ করুন৷ আপনার হাতের গুণে শৈল্পিক হয়ে উঠবে পরিবেশ৷
advertisement
3/9
আলপনার খড়িমাটি আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ৷ দেখতে হবে মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায় ৷ আবার খুব ঘনও হবে না ৷ তাহলে মোটা দাগের আলপনা হবে ৷ বেশি পাতলা হলে শুকিয়ে উঠতে সময় নেবে৷ সান্দ্র মিশ্রণই আলপনার জন্য সেরা৷
advertisement
4/9
মার্বেল ফ্লোরের উপর আলপনা দেওয়ার জন্য খড়িমাটির আলপনার মাঝে মাঝে লাল, হলুদ, কমলা ফ্যাব্রিক কালার কনট্রাস্ট করে ডিজাইন করে দিলে দেখতে খুব ভাল লাগে ৷
advertisement
5/9
ব্যবহার করতে পারেন পোস্টার কালারও ৷ জল মিশিয়ে বা না মিশিয়ে সরাসরি, দু’ ভাবেই৷ ইচ্ছে হলে সনাতনী ফুল, লতাপাতা, পেঁচা, ধানের ছড়া, কল্কার সঙ্গে কনট্রাস্ট করতে পারেন জ্যামিতিক বিভিন্ন নকশাও৷
advertisement
6/9
স্কোয়্যার, সার্কল, ট্রায়াঙ্গুল্যার-সহ বিভিন্ন জ্যামিতিক নকশার সঙ্গে চিরাচরিত ডিজাইন মিলিয়ে মিশিয়ে আলপনা দেওয়া জন্য হাত একটু দক্ষ হওয়াই প্রয়োজন৷
advertisement
7/9
যাঁরা অনেকদিন আলপনা দিচ্ছেন, তাঁরা পাতলা ন্যাকড়া বা তুলো ভিজিয়ে নিপুণ হাতে আলপনা দিতে পারেন ৷ কিন্তু যাঁরা প্রথম বার দিচ্ছেন, বা খুব একটা ভাল পারেন না, তাঁরা হাতে তুলে নিন তুলি৷
advertisement
8/9
সূক্ষ্ম কিছু মোটিফ আঁকলে ব্যবহার করুন সরু তুলি ৷ কোনও অংশ ভরাট করতে হলে আঁকুন মোটা তুলি দিয়ে ৷ আলপনা দেওয়ার আগে পুরো জায়গাটি ভাল করে পরিষ্কার করে নিতে ভুলবেন না ৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Lakshmipuja Alpana Tips: কোজাগরী লক্ষ্মীপুজোয় সুন্দর আলপনা দিতে চান? রইল সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল