Kojagari Lakhsmi Puja 2023: কোজাগরী লক্ষ্মী পুজোয় কী কী লাগে? এই বিশেষ জিনিস দিতে ভুলবেন না!
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Kojagari Lakhsmi Puja 2023: মা লক্ষ্মীকে খুশি করতে হলে এই বিশেষ জিনিস অবশ্যই দিতে হবে! পুজোর আগে জেনে নিন ঠিক কী কী কিনবেন!
advertisement
1/6

ধন সম্পদের দেবী মা লক্ষ্মী হওয়ায় লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শিস। ধানের শিস ছাড়া কোনও ভাবেই লক্ষ্মীপুজো সম্ভব নয়।
advertisement
2/6
লক্ষ্মী দেবীকে তুষ্ট করতে লক্ষ্মীর শাড়ি, নারায়ণের ধুতি, লোহা, শঙ্খ, কড়ি, সিঁদুর, বালি, কাঠ, খোড়কে, ঘি পরিমানমতো, হোমের জন্য ২৮টি বেলপাতা লাগে।
advertisement
3/6
লক্ষ্মী পুজোর দিন বাড়ির দোরে দোরে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেওয়া আবশ্যিক। আলপনায় আঁকা হয় মা লক্ষ্মীর পদ চিহ্ন। লক্ষ্মী দেবীর ১০৮ নাম জপ করা শুভ বলে মনে করা হয় এবং লক্ষ্মীর পাঁচালি পড়া আবশ্যিক।
advertisement
4/6
এছাড়াও ধূপধানি, পঞ্চ প্রদীপ, প্রদীপ, কর্পূর, ধূপকাঠি, ধুনুচি, বেল পাতা, দূর্বা, ১টি ঘটাচ্ছাদন গামছা, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, ১টি দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ১টি সশিস ডাব, ৪টি তীর, পুষ্প, দুর্বা ইত্যাদি প্রয়োজন হয় লক্ষ্মী পুজোয়।
advertisement
5/6
ঐশ্বর্যের দেবী হিসেবে লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও টাকার কয়েন, পান, কড়ি, হলুদ, ঘট, একসরা চাল, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, চন্দ্রমালা, পূর্ণপাত্র ও হরিতকী প্রয়োজন হয়।
advertisement
6/6
দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কোনও কাঁসর, ঘণ্টা বাজাতে নেই। মন্ত্রপাঠের মাধ্যমেই দেবীর আরাধনা করতে হয়। দেবীর আরাধনা করার সময় সাদা ও কালো বস্ত্রের ব্যবহার করতে নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Lakhsmi Puja 2023: কোজাগরী লক্ষ্মী পুজোয় কী কী লাগে? এই বিশেষ জিনিস দিতে ভুলবেন না!