Knowledge Story: দোকানের ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায় কেন? জানুন অবাক করা কারণ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: শোরুমে দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায়। কিন্তু কেন জানেন? এর নেপথ্যে আসলে রয়েছে নানা বিশেষ কারণ।
advertisement
1/7

আপনি লক্ষ্য করে থাকবেন শোরুমে দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায়। কিন্তু কেন জানেন? এর নেপথ্যে আসলে রয়েছে নানা বিশেষ কারণ। এই প্রতিবেদনে এই কারণ সম্পর্কেই পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা নানা ঘটনা, গল্প ও যুক্তির হদিস।
advertisement
2/7
শোরুমের ঘড়িতে সবসময় ১০টা ১০ মিনিট বাজে কেন? বেশিরভাগ সময় উত্তরে শোনা যায়, এই সময়ে ঘড়ির আবিষ্কার হয়েছিল। তার সম্মানে ঘড়ির নির্মাতাদের দ্বারা নির্বাচিত হয়েছে, কিন্তু এটা মোটেও সত্যি নয়।
advertisement
3/7
ঘড়ির কাঁটা যখন ১০:১০ বেজে থাকে তখন কাঁটাটি ‘V’ চিহ্ন তৈরি করে, যা বিজয়ের প্রতীক হিসেবে দেখায় এবং ঘড়িটি দেখে মনে হয় হাসছে। এটি অনেক কারণের মধ্যে একটি হতে পারে কিন্তু এর প্রকৃত কারণ সম্পর্কে কোনও প্রমাণ নেই।
advertisement
4/7
আবার কিছু বিশেষজ্ঞদের মতে ১০:১০ সময়টি প্রস্তুতকারদের দ্বারা বেছে নেওয়া হয়েছে। কারণ প্রস্তুতকারকেরা তাদের নাম ১২ টার নীচে লেখেন।
advertisement
5/7
এর ফলে নির্মাতাদের নাম চোখে পড়ে এবং তাঁরা ঘড়িটি কেনার সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞদের একাংশের মতে কোম্পানির বিপণনের জন্যই ঘড়িতে সময় ১০:১০ করা হয়েছে।
advertisement
6/7
কেউ কেউ আবার বিশ্বাস করেন, ১০:১০ সময়টি বেছে নেওয়া হয়েছে কারণ এই সময়ে হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। তাই ঘড়ি নির্মাতারা এই সময়টিকে বেছে নিয়েছেন এই হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানাতে। কিন্তু ঘটনাটি সত্যি নয়, কারণ পারমাণবিক বোমা ফেলা হয়েছিল স্থানীয় সময় ৮:১০ এ।
advertisement
7/7
আবার কেউ কেউ দাবি করেন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন গুলিবিদ্ধ হন তখন তাঁর পকেটঘড়িটির মধ্যে গুলি লাগে এবং সেটি দশটা বেজে দশ মিনিটে দেখাচ্ছিল। তাই তারপর থেকে সারা পৃথিবীর সব ঘড়িতেই ওই সময় দেখানো হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: দোকানের ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায় কেন? জানুন অবাক করা কারণ!