বলুন তো জলের পরই বিশ্বে 'দ্বিতীয়' কোন 'পানীয়' সবচেয়ে বেশি পান করা হয়...? নাম শুনলেই চমকে যাবেন! গ্যারান্টি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: জল তো সবথেকে জনপ্রিয়! বলুন তো জলের পরে কোন পানীয় বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয়? চমকে দেবে 'সত্যি' উত্তর!
advertisement
1/10

একথা কে না জানে যে বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় একটিমাত্র পানীয়। আর তা হল 'জল'। কিন্তু বলুন তো জলের পরই কোন সেই পানীয় যা বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয়। প্রশ্ন শুনে মাথা চুলকাচ্ছেন বেশিরভাগ মানুষ। কারণ প্রশ্ন সহজ হলেও, উত্তরটা কিন্তু অনেকেরই অজানা।
advertisement
2/10
.জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জল মাত্রেই জীবন। জল তাই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয়। এ নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। কিন্তু জলের পরই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি কোন পানীয় মানুষ পান করে থাকেন সেটা বেশ চমকপ্রদ।
advertisement
3/10
সঠিক উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন সবাই। কিন্তু উত্তরটা দেওয়ার সময় অনেকেই নিশ্চিত হয়ে বলতে পারবেন না। অথচ এ পানীয়ের সঙ্গে প্রায় প্রাত্যহিক পরিচয় হয় মানুষের।
advertisement
4/10
আপনি পান করুন বা না করুন এই একটি পানীয় মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই পানীয় যে কেবল তেষ্টা মেটায়, তা নয়। ক্লান্তিও দূর করে। মানুষকে নতুন করে কাজের উৎসাহ দেয়, আরও সতেজ ও চনমনে করে দেয়।
advertisement
5/10
ভারতে দারুণ জনপ্রিয় এই পানীয়টি এই দেশে কিন্তু রাস্তায় বার হলেই দেখা যায়। কার্যত সারাদিনটায় এ পানীয় একাধিকবারও মানুষের মন ভাল করে পৌঁছে যায় পাকস্থলীতে।
advertisement
6/10
অনেকেই হয়তো আন্দাজটা এবার করতে পারছেন। পানীয়টি হল চা। চা এমন এক পানীয় যা বিশ্বে জল পানের পর সবচেয়ে বেশি পান করে থাকেন মানুষ।
advertisement
7/10
ভারতে যেহেতু চা উৎপাদন যথেষ্ট, তাই ভারতে চায়ের চল খুব বেশি। ভারত বিশ্বের বিভিন্ন দেশের চায়ের চাহিদাও মিটিয়ে চলেছে বছরের পর বছর।
advertisement
8/10
দার্জিলিং বা অসম চায়ের কথা পৃথিবী বিখ্যাত। চা-ই হল বিশ্বের দ্বিতীয় পানীয় যা জলের পর সবচেয়ে বেশি ব্যবহার হয় মানুষের তেষ্টা নিবারণের জন্য।
advertisement
9/10
চা শব্দটি চিনা ভাষা থেকে নেওয়া হয়েছে। কথিত আছে যে চিনের রাজা শেং নুং চা পানীয়ের নামকরণ করেছিলেন 'চা-এ ' এবং এটি 'চা', 'চায়' ইত্যাদি শব্দ দ্বারা পরিচিত হয়েছিল গোটা বিশ্বে।
advertisement
10/10
শুধু তাই নয়, ইংরেজি শব্দ "tee" চিনের আরেকটি ভাষা মিন চাইনিজ থেকে উদ্ভূত হয়েছে, যেখানে এর বানান te বা ti।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বলুন তো জলের পরই বিশ্বে 'দ্বিতীয়' কোন 'পানীয়' সবচেয়ে বেশি পান করা হয়...? নাম শুনলেই চমকে যাবেন! গ্যারান্টি