TRENDING:

Pet Care Tips: বাড়িতে রয়েছে আদরের পোষ্য, এই গাছগুলি ভুলেও লাগাবেন না, হতে পারে মারাত্মক পরিণতি

Last Updated:
Pet Care Tips: বাড়িতে রয়েছে ভালবাসার-আদরের পোষ্য। কুকুর বা বিড়াল যাই হোক না তারা হয়ে উঠেছে পরিবারের একজন। বাড়ির অন্যান্য সদস্যদের মতনই তাদের খাবার, স্বাস্থ্য ও যত্ন নিয়ে একইরকম কৌতুহল থাকে। বাড়িতে পোষ্য থাকলেও ভুলেই লাগাবেন না এই গাছগুলি।
advertisement
1/6
বাড়িতে রয়েছে আদরের পোষ্য, এই গাছগুলি ভুলেও লাগাবেন না, হতে পারে মারাত্মক পরিণতি
বাড়িতে রয়েছে ভালবাসার-আদরের পোষ্য। কুকুর বা বিড়াল যাই হোক না তারা হয়ে উঠেছে পরিবারের একজন। বাড়ির অন্যান্য সদস্যদের মতনই তাদের খাবার, স্বাস্থ্য ও যত্ন নিয়ে একইরকম কৌতুহল থাকে।
advertisement
2/6
পোষ্যর পাশাপাশি বারান্দায় বা ঘরে সতেজ বাতাস ও সৌন্দর্যের জন্য লাগিয়েছেন নানারকমের গাছ। তবে একটি জিনিস নিয়ে বেশির ভাগ মানুষই ওয়াকিবহাল নয় যে ঘরে পোষ্য থাকলে কোন গাছ লাগানো যায় আর কোন গাছ যায় না।
advertisement
3/6
বাড়িতে পোষ্য থাকলে আইভি গাছ একেবারেই লাগানো উচিৎ নয়। কারণ এই গাছ ঘরের সৌন্দর্য বাড়ালেও পাতা যদি কোনওরকমভাবে খেয়ে ফেলে বাড়ির পোষ্য তাহলে পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে। বিষেষ করে কুকুদের বেশি সমস্যা হতে পারে। এছাড়া পোষ্যদের গায়ে র‌্যাশ বেরনো থেকে তাদের শ্বাস নিতেও সমস্যা হতে পারে।
advertisement
4/6
এছাড়া যেই গাছ পোষ্য থাকলে ঘরে না রাখাই ভাল তা হল পিস লিলি। তবে সব প্রজাতির লিলি পোষ্যর জন্য ভয়ের কারণ না হলেও পিস লিলি কুকুরের জন্য খুবই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আর ইস্টা লিলি বিড়ালের পেটে গেলে সময় মত চিকিৎসা না হলে কিডনি ও লিভার নষ্ট করে দিতে পারে।
advertisement
5/6
সবথেকে বেশি লোকের বাড়িতে যে গাছ দেখা যায় তা হল অ্যালো ভেরা। এই গাছ আমাদের ত্বক ও পেটের জন্য উপকারি হলেও পোষ্যদের জন্য নয়। এই গাছের পাতা পোষ্যর পেটে গেলে ডায়েরিয়া বা বমির মত সমস্যা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি।
advertisement
6/6
তাই এই সকল গাছ বাড়িতে পোষ্য থাকলে না রাখাই সবথেকে ভাল উপায়। আর থাকলে খুব যন্ত সহকারে ও সাবধানতার সঙ্গে রাখতে হবে কুকুর অথবা বিড়ালকে। কোনওভাবে যেন এই গাছের পাতা খেয়ে না ফেলে তারা। আর এর পরও কোনও কৌতুহল থাকলে পৌষ্যের চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet Care Tips: বাড়িতে রয়েছে আদরের পোষ্য, এই গাছগুলি ভুলেও লাগাবেন না, হতে পারে মারাত্মক পরিণতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল