৯৯% জানেন ভুল...! বলুন তো টুথপেস্টের টিউবের গায়ের 'এই' লাল, সবুজ, নীল, কালো দাগের অর্থ কী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: টুথপেস্ট হাতে নেওয়ার সময় অনেকেই দেখে থাকবেন পেস্টের টিউবের ঠিক নীচে বিভিন্ন রঙের আলাদা আলাদা চিহ্ন করা থাকে। কিন্তু জানেন কি কেন ব্যবহার করা হয় এই চিহ্ন? সব রঙেরই কি আলাদা অর্থ রয়েছে? কী সেই মানে?
advertisement
1/10

টুথপেস্ট হাতে নেওয়ার সময় অনেকেই দেখে থাকবেন পেস্টের টিউবের ঠিক নীচে বিভিন্ন রঙের আলাদা আলাদা চিহ্ন করা থাকে। কিন্তু জানেন কি কেন ব্যবহার করা হয় এই চিহ্ন? সব রঙেরই কি আলাদা অর্থ রয়েছে? কী সেই মানে?
advertisement
2/10
সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি। কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত অনেক বিষয়ই রয়েছে যা আমরা জানি না। টুথপেস্টের টিউবের বিভিন্ন রঙের স্ট্রাইপ এবং তাদের অর্থ কিন্তু এমনই একটি অজানা বিষয়। লাল, সবুজ, কালো এবং নীল দিয়ে তৈরি এই স্ট্রাইপের অর্থ হয়তো আপনি জানেন না। চলুন জেনে নেওয়া যাক কী সেই মানে। আসল সত্যিটা জানলে চমকে যাবেন।
advertisement
3/10
সোশ্যাল মিডিয়ায় বলা হয়, টুথপেস্টের টিউবে নীল স্ট্রাইপ মানে 'মেডিসিনযুক্ত টুথপেস্ট'। 'সবুজ' মানে সম্পূর্ণ প্রাকৃতিক। লাল ডোরা দাগ মানে প্রাকৃতিক এবং রাসায়নিক মিশ্রণ এবং কালো স্ট্রাইপ মানে সম্পূর্ণ রাসায়নিক। তবে এটি সম্পূর্ণ ভুল তথ্য।
advertisement
4/10
এমনও একটি গুজব ছিল যে কালো রঙের টুথপেস্টে বেশি রাসায়নিক থাকে এবং তাই এটি ব্যবহার করা উচিত নয়। একইভাবে, লাল ডোরা দেওয়া টুথপেস্ট সম্পর্কে বলা হয় যে এতে রাসায়নিকও রয়েছে তবে এটি কালোটির চেয়ে কিছুটা ভাল। ইন্টারনেটে, শুধুমাত্র নীল এবং সবুজ স্ট্রাইপযুক্ত টুথপেস্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে অনেক সময়।
advertisement
5/10
সায়েন্টিফিক আমেরিকান নামের একটি ওয়েবসাইটের মতে, বিশ্বের সবকিছুই প্রযুক্তিগতভাবে রাসায়নিক। এমনকি সমস্ত প্রাকৃতিক জিনিস এক ধরনের রাসায়নিক। এমতাবস্থায় কেমিক্যাল বা রাসায়নিক মুক্ত পণ্যের প্রশ্নই ওঠে না।
advertisement
6/10
টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কলগেট তাদের ওয়েবসাইটে দাবি করেছে, কোনও টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা করে ব্যবহার করা হয় না। মনে রাখা দরকার, সব প্রাকৃতিক উপাদানও আসলে রাসায়নিক।
advertisement
7/10
আসলে, সত্যিটা অবাক করা হলেও, বাস্তব হল, টুথপেস্টের টিউবের বিভিন্ন রঙের স্ট্রাইপ মানুষের কাছে অকেজো এবং অর্থহীন। আসলে, এই রঙ টিউব তৈরির মেশিনে ইনস্টল করা আলোর সেন্সরগুলিকে নির্দেশ করে যে টিউবটি কী ধরণের এবং আকারের তৈরি করতে হবে। শুধুমাত্র আলোর সেন্সর এটি বুঝতে পারে, মানুষ নয়।
advertisement
8/10
আদতে টুথপেস্টের গায়ের দাগের রং নিয়ে প্রচলিত ধারণা আসলে একেবারেই ঠিক নয়। উপকরণ বোঝাতে মোটেই নানা রঙের চিহ্ন ব্যবহার করা হয় না। এটা মূলত রাখা হয় উৎপাদনের কাজে সহায়তার জন্য।
advertisement
9/10
টিউবে কত দূর পর্যন্ত পেস্ট ভরা হবে, তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। ওই রং দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে। এতে প্যাকেজিংয়ের কাজে সুবিধা হয়।
advertisement
10/10
কিন্তু কোন উপকরণে তৈরি টুথপেস্ট ব্যবহার করা হচ্ছে, তা অবশ্য গ্রাহকের জানার উপায় রয়েছে। সেটা ছাপা থাকে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে। তাই উপকরণ জানতে হলে প্যাকেটের গায়ে লেখা মন দিয়ে পড়া ছাড়া উপায় নেই। কিন্তু ওই দাগের সঙ্গে পেস্টের উপকরণের গুণমানের কোনও সম্পর্ক নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
৯৯% জানেন ভুল...! বলুন তো টুথপেস্টের টিউবের গায়ের 'এই' লাল, সবুজ, নীল, কালো দাগের অর্থ কী?